নিজস্ব প্রতিনিধি, কলকাতা
Globalnewz.online
26 জুলাই 2023, বুধবার
কনজাঙ্কটিভাইটিস(জয় বাংলা) রোগ থেকে সচেতন থাকুন
বর্তমান সময়ে যে চোখের রোগটির দ্বারা সবাই কম-বেশি আক্রান্ত হচ্ছে তার নাম হল- কনজাঙ্কটিভাইটিস।এই রোগকেই বাঙালিরা বলে থাকেন জয় বাংলা বা চোখ ওঠা।এই রোগের ঐতিহাসিক পেক্ষাপট দেখলে জানা যায়,এই রোগের উৎপত্তি হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে।এই রোগটি মূলত দুই ধরনের হয়ে থাকে-১)ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস এবং ২)ভাইরাল কনজাঙ্কটিভাইটিস।এই সময় কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কনজাঙ্কটিভাইটিসই বেশি হচ্ছে।এই রোগটি হলে যে লক্ষণ গুলো প্রকাশ পায় সেগুলি হল- চোখ কটকট করা,চোখ লাল হয়ে যাওয়া,চোখে তাকাতে অস্বস্তি,চোখে পিচুটি বা জল কাটা,চোখ ফুলে যাওয়া ইত্যাদি।এছাড়াও চোখে খুব যন্ত্রণা, মাথা ব্যাথ্যা,এমনকি জ্বরও হচ্ছে।তবে এই রোগটি মূলত শিশুদের বেশি হচ্ছে।একজনের হলে বাড়ির প্রত্যেক জনেরই হচ্ছে।এই রোগ নিয়ে একটা ভ্রান্ত ধারণা হল- এই রোগ যার হয়েছে তার চোখের দিকে তাকালেই নাকি এই রোগ তারও হয়ে যাবে।এটা একেবারেই ভুল ভাবনা।যেহেতু এটা ভাইরাল বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাই ওই রুগীর সংস্পর্শে এলেই অজান্তেই এই রোগ হয়ে যায়।এই রোগ মূলত চোখের জল থেকে দ্রুত ছড়ায়।এই রোগ হলেই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।এটা ভাইরাল না ব্যাকটেরিয়া ঘটিত রোগ তা কেবল চিকিৎসকরাই বলতে পারবেন।এই রোগ হলে যা করণীয় তা হল- চিকিৎসকের পরামর্শ নিয়েই আই ড্রপ নেওয়া, চোখে চশমা পরে থাকা, বাইরে বেরোনো যাবে না,চোখ সবসময় পরিষ্কার জল দিয়ে ধোয়া, হাতকে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সবসময় পরিষ্কার রাখা,যতটা সম্ভব বাড়িতে আলাদাভাবে থাকা,চোখে হাত কম দেওয়ার অভ্যাস করা,আক্রান্ত ব্যক্তির থেকে যতটা সম্ভব দূরে থাকা ইত্যাদি।এই রোগ হলে খুব বেশি ভয়ের কারণ নেই তবে এই রোগটি ৫-৭ দিন অবধি স্থায়ী হয়ে থাকে।এই রোগের লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।তাই এই রোগকে নিয়ে খুব আতঙ্কিত না হয়ে নিজে সচেতন থাকুন,অপরকেও সচেতন করান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
(লেখক তরুণ কবি,প্রাবন্ধিক, সমাজকর্মী, মেডিক্যাল কলেজের সমাজতত্ত্বের লেকচারার, সাহিত্য পত্রিকার সম্পাদক)