নিজস্ব প্রতিনিধি, গ্লোবাল নিউজ,
৮ই জুন, বৃহস্পতিবার, সুতি
সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে মাতৃদুগ্ধ কক্ষের উদ্বোধন
শিশুদের জন্মের পরে প্রথম উপাদেয় খাদ্য মাতৃ দুগ্ধ। তবে এখনো এই মাতৃ দুগ্ধর প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে মানুষের মধ্যে সেই সচেতনতা দেখা যায় না।
মুর্শিদাবাদ জেলার সুতি ১ নম্বর ব্লকের অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে মাতৃদুগ্ধ পান কক্ষের উদ্বোধন হলো। তবে এবার সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে একটি নির্দিষ্ট কক্ষে মায়েরা তাদের শিশুদের বুকের দুধ পান করাতে পারবেন।
এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি ১ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক। ছিলেন বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস,সুতি ১ এবং ২ ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ নাসির বিশ্বাস,প্রধান হোসেন শেখ এবং আরো অন্যান্যরা।