খাক
সাবের আলি
———
পূর্ণিমার চাঁদ যেন আজ পুড়ে খাক হওয়া লাশ।
বিদ্বেষ হাওয়া বিষাক্ত করে বিবেক- বাতাস।
পোড়া গন্ধে ভারাক্রান্ত সুনির্মল আকাশ।
মানুষ খেকো মানুষ ছড়ায় দেশে সন্ত্রাস।
দাউ দাউ করিয়া জ্বালিয়া দেয় আগুন,
দগ্ধ নর-নারী, দগ্ধ শিশুদের স্বপ্নের ফাগুন।
ব্যক্তি স্বার্থে মূল্যবোধ সমাজে মূল্য হারায় ।
ভালোবাসার সলিল সমাধি সজনরে কাঁদায়।
ষড়যন্ত্রের ষড়যন্ত্র পোড়া খাক লাশ লয়ে,
‘ মরেও সুখ নেই ‘মানুষের ভয়ে ।
কেতাবের পাতারা লাইব্রেরীশালায়় বন্দী
কিন্তু আমার কলম করিতে চায় না সন্ধি।
জীবন্ত পুড়িয়েগণহত্যা আমার কবিতারে জাগায়, আমার কবিতা আগুন-গোলার ন্যায় এগোতে চায়।
তোরাই বা কেন পিছিয়ে?তোরাও এগিয়ে আয়। আইনের পাতা খাঁচায় বন্দী, জনতার রায় চায়।