যখন আমি এভিনিউ দিয়ে যাচ্ছিলাম
গোলাম রসুল
সর্বোপরি এটা কোনো দুঃখ নয়
যখন সব বৃষ্টি পড়ে যাওয়ার পর মেঘ কাঁদে
আর সেই অতুলনীয় সময়ে আমি তোমাকে ব্যাখ্যা করবো কান্না কিভাবে শিল্প হয়
গলা পর্যন্ত শহর
সেন্ট্রাল এভিনিউ
মেট্রো রেলের ধীর গতি মাটির নিচে কড়া নাড়ছে কবরখানার গেটে
এত মানুষ
তাও সংখ্যা গুলো ছুটছে
আর সংখ্যাগরিষ্ঠ আমি একটি শব্দের মধ্যে ঢুকে পড়ি
যে শব্দটি আমি কখনো শুনিনি
শুকনো খড়ের শব্দ
যেন আফ্রিকার সূর্যের কিছু ভাষা
আমি দিগন্ত কাটি শেষ হয় না দেয়াল
শেষ হয় না কাজ
শেষ হয় না পথপ্রদর্শক পাপ
তুমিও তো নিজের রক্তে তোমার নিষ্ঠুর গহনাগুলো ধুয়ে নিচ্ছিলে
চমৎকার তোমার তরুণী চুলের রোম সাম্রাজ্য
তুমি প্রলোভনরাশি একটি মেয়েলি জাহাজ
তোমার কুৎসিৎ সৌন্দর্যের কথা আমি পৃথিবীর যে কোনো ধরণের জল্লাদের গল্প করেছি
হাস্যকর পুনরাবৃত্তি
আমার পাশে আমিই কাঁদছিলাম চিরাচরিত প্রথা মেনে
শিল্পের ক্ষেত্রে এই কান্না জরুরি ছিল
যখন আমি এভিনিউ দিয়ে যাচ্ছিলাম
একটি দুঃখের গোলাবারুদ নিয়ে গর্ব করতে করতে
—————