মুর্শিদাবাদে সামসেরগঞ্জ এর আমবাগান থেকে এবার উদ্ধার হল ব্যাক ভর্তি তাজা বোমা
নিজস্ব প্রতিনিধি,
Global Newz,
১লা মার্চ ২০২৩
বুধবার
সুতি
পঞ্চায়েত ভোটের আগেই নানান রকম সন্ত্রাসের ছবি ধরা পড়ছে মুর্শিদাবাদ এর বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদে সামসেরগঞ্জ এর একটি আমবাগান থেকে এবার উদ্ধার হল ব্যাক ভর্তি তাজা বোমা বুধবার সকাল সকাল এই ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে শামসেরগঞ্জ নগরে ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।
কে বা কারা এই বোমাগুলো আম বাগানে রেখেছে তার তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতেই তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যাদনগর আমবাগানে বোমা রয়েছে তারপরে সেখানে হানা দেয় পুলিশ উদ্ধার করা হয় যদিও ব্যাগের মধ্যে কত বোমা ছিল তা জানা যায়নি
এই ঘটনা ঘিরে রীতিমত সরগোল ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে