গোদ ও ফাইলেরিয়া একটি মশা বাহিত রোগ। সাধারণত এই রোগের লক্ষণ প্রথমে বোঝা যায় না কিন্তু এই রোগ যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তার ধারণা নেই সাধারণ মানুষের। এই গোদ এবং ফাইলেরিয়া নির্মূল করতেই এবার মাঠে নেমে পড়েছে রাজ্যস্বাস্থ্য দপ্তর। সেই মতো মুর্শিদাবাদ জেলায় সুতির আহিরণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলেও এই প্রক্রিয়া এদিন ওষুধ খেয়ে এই কর্মসূচির শিলান্যাস করলেন সুতি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক মহাশয় সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের বিএম ও এইচ অমিত মালাকার। শুরু হয়েছে ফাইলেরিয়া দূরীকরণ প্রক্রিয়া।
গ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলগুলিতে দুই থেকে পনেরো বছরের বেশি বয়সী শিশুদের শরীরে যাতে কোনভাবে এই রোগের জীবাণু প্রবেশ করতে না পারে তার জন্যই এই ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি চলছে। ১০ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে চালু হলো বিভিন্ন স্কুলের এই প্রক্রিয়া। সাধারণত এই রোগের জীবাণু কারো শরীরে একবার প্রবেশ করলে তার শরীর থেকে বের হয় না তাই একসময় মারাত্মক আকার ধারণ করে। পা হাত ফুলে যাওয়া এ ছাড়া আরো নানান রকম উপসর্গ দেখা দিতে থাকে। তাই কোন ভাবে যাতে শিশুদের এবং তাদের পরিবারের এই রোগ স্পর্শ করতে না পারে তাই একটা অ্যালবেনডাজল এবং ডিএসি ট্যাবলেট দেওয়া হচ্ছে দুই বছর থেকে তার ঊর্ধ্বের শিশুদের।
দুই বছর থেকে ৫ বছর পর্যন্ত একটা ডিএসি ও অ্যালবেনডাজল ৬ থেকে ১৪ বছর পর্যন্ত দুটো ডিএসই ও অ্যালবেনডাজল 15 থেকে তার বেশি বছর বয়সীদের তিনটি ডিএসি এবং একটা আলবেনডাজল ট্যাবলেট দেওয়া হচ্ছে।শিশু স্বাস্থ্যকর্মীদের সামনে এই ট্যাবলেট খাবেন । সেই মতো আগে থেকেই শিশুদের অভিভাবকদের জানান দেওয়া হয়েছে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নির্দিষ্ট কর্মসূচি সূচিত হয়েছে। শিশুদের মধ্যেও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এই কর্মসূচি চলবে।