অ্যাকশন এইড এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে শিশুকন্যা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতা।
26 Jan, 2023, Thursday, Suti
Special Correspondent, Saidul Islam
এক্সনেড অ্যাসোসিয়েশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলার সুতি ১ নম্বর ব্লকের ২৪ শে জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে আহিরণ গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আইসিডিএস সেন্টারে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় ও আবৃত্তি পাঠ করে এই দিনে তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয় ও সম্মান জানানো হয়।
এদিন সুতি-১ ব্লকের হেমাঙ্গিনী বিদ্যায়তনে শপথ বাক্য পাঠ করা হয় এবং আহিরণ ও হাড়োয়া গ্রাম পঞ্চায়েতে একটি টোটো ক্যাম্পেন করা হয়। এই গোটা ক্যাম্পেনটি মোট ৩৫ সংসদ ঘোরে। শিশু নারী এবং পুরুষ কোন অংশেই কম নয় শিশুদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়, কন্যা শিশুদের বৈষম্য দূরীকরণে ও শিশু বান্ধব গ্রাম গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। এছাড়াও নারী এবং পুরুষ উভয়কেই সমান শিক্ষা দেওয়া প্রয়োজন এমন নানান দিকে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই ক্যাম্পেন করা হয় বলে জানা গিয়েছে।