নিজস্ব প্রতিনিধি, Glonalnewz.online
১১ই জানুয়ারী, বুধবার, সুতি:
আবাস যোজনার বাড়ি তদন্ত করতে গিয়ে বিডিও এইচ এম রিয়াজুল হকের কম্বল বিতরণ।
বারবার তাকে মানবিক রূপে দেখা গিয়েছে। কখনো আবাস যোজনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভৎসনা করেছেন আবার কখনো তিনি গরীব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়ে গিয়েছেন। তিনি হলেন মুর্শিদাবাদ জেলার সুতির এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক । শুধুমাত্র একজন প্রশাসনিক আধিকারিক হিসেবে নয় বরং মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে। এবার শীতে গরীব দুস্থ মানুষদের কম্বল বিতরণ করতে দেখা গেল তাকে। এর আগে আবাস যোজনার প্রায় ত্রিশ থেকে চল্লিশটি বাড়িতে তিনি সার্ভে করেছেন এবং অনিয়ম চোখে পড়লেই তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। একজন প্রশাসনিক আধিকারিক হিসেবে ব্যক্তিগতভাবে তদন্ত করেছেন তিনি। এরই মধ্যে এবার অসহায় পুরুষ মহিলাদের কম্বল বিতরণ করে তিনি নজর কাড়লেন।
জানা গিয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে আবাস যোজনা তদন্ত করবার সময় সাধারণ মানুষদের দুরবস্থা তার চোখে পড়ে। তিনি দেখেন কারোর মাথার উপর ছাদ নেই আবার কারোর পরনের পোশাক নেই। হারকাপানো শীতে একটা চাদর তাদের সম্বল। লোকজনের অভাব অভিযোগের কথা শুনে আজ বুধবার তিনি মানুষের পাশে দাঁড়াতে কয়েকশো কম্বল বিতরণ করলেন। সুতি ১ নম্বর ব্লকের নুরপুর এবং সাদিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গরীব দুঃস্থ মানুষদের হাতে এই শীতবস্ত্র বিতরণ করলেন তিনি। এইচ এম রিয়াজুল হকের এই মানবিক রূপ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ এলাকার স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনিক আধিকারিকরা।