দুই বাংলার কবিদের এক অনবদ্য কাব্য সংকলন কবিতার সাগর
17 December, 2022
kolkata, special correspondent
দুই বাংলার কবিদের এক অনবদ্য কাব্য সংকলন কবিতার সাগর
সংকলনের নাম: কবিতার সাগর, সম্পাদনা: মোঃ ইজাজ আহামেদ, প্রকাশক: এশিয়ান প্রেস বুকস, মুল্য ₹৪৩০.
গত ২৬শে সেপ্টেম্বর ২০২২ তারিখ মুর্শিদাবাদের
অরঙ্গাবাদ বি এড কলেজে এক আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো মোঃ ইজাজ আহামেদ সম্পাদিত ‘কবিতার সাগর’ কাব্য সংকলনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বঙ্গের বেশ কয়েকজন বিশিষ্ট সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিত্বগণ। এত সুন্দর ও সাবলীল একটি আন্তর্জাতিক মানের কাব্য সংকলন আমাদের দেশে খুব কমই প্রকাশিত হয়ে থাকে। ভারতের এশিয়ান প্রেস প্রকাশনা থেকে প্রকাশিত বইটিতে রয়েছে ভারত ও বাংলাদেশের এক ঝাঁক গণ্য মান্য কবিদের মনের কথা, প্রাণের কথা। প্রবীণ কবিদের পাশাপাশি নতুনরাও আছে এই সংকলনটিতে। সম্পাদক নবীনদের উঠিয়ে নিয়ে আসার কথা বলেছেন সম্পাদকীয়তে। সংকলনটিতে বিভিন্ন কবির বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাঁদের আবেগের কথা তুলে ধরেছেন কবিতায়। উঠে এসেছে মানবতা, প্রেম, সমাজ ও মানুষের জীবন চিত্র। ভিন্ন স্বাদের ভিন্ন কবিতাগুলো পাঠকদের মননে ছাপ ফেলবে বলে আশা রাখি।কাব্য সংকলনটিতে মোট ১৯১ জন কবির ছবি সহ কবি পরিচিতি ও কবিতা স্থান পেয়েছে। তার মধ্যে যে সকল ভারতীয় বিশিষ্ট কবিদের লেখা কবিতা
প্রকাশিত হয়েছে তাঁরা হলেন_
অধ্যাপক সাধন কুমার দাস(মুর্শিদাবাদ)
অধ্যাপক ড. সুনীল কুমার দে (বাঁকুড়া)
অধ্যাপক ড. এমদাদ হোসেন (দক্ষিণ ২৪ পরগনা),
অধ্যাপক সবুজ সরকার (মালদা)
অধ্যাপক ড. মহিতোষ গায়েন(উত্তর ২৪ পরগনা),
ফারুক আহমেদ (সম্পাদক উদার আকাশ),
ড. মনোরঞ্জন দাস(কলকাতা),
অধ্যাপক বিশ্বনাথ সাহা (বর্ধমান)
দাউদ হোসেন (চিত্র পরিচালক, অভিনেতা, সম্পাদক, লেখক, মুর্শিদাবাদ)
প্রিয়াঙ্কা নিয়োগী(কোচবিহার) ও মুর্শিদাবাদ জেলার
ইমদাদুল ইসলাম( একাধিক আন্তর্জাতিক ডক্টরেট ও অন্যান্য বিশেষ সম্মাননায় ভূষিত কবি ও সাহিত্যিক) ।
উলেখ্য সম্পাদক ‘মোঃ ইজাজ আহামেদ’ও একাধিক আন্তর্জাতিক ডক্টরেট ও অন্যান্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন।
এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট যে সকল কবিদের লেখা কাব্য সংকলন টিতে আছে তাঁরা হলেন_
আসাদ চৌধুরী (বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত, বাংলাদেশ),
নির্মলেন্দু গুণ (বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত, বাংলাদেশ),
হেলাল হাফিজ (বাংলা একাডেমি প্রাপ্ত, বাংলাদেশ),
মাহমুদুল হাসান নিজামী (শতাধিক পুষ্ঠকের লেখক, বাংলাদেশ),
ইমরান শাহ্ ( নির্দেশক, নাট্যকার, কবি, বাংলাদেশ)
ডঃ বদরুল আলম (ইউ এন ভলান্টিয়ার, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাম্বাসেডর),
মোঃ জয়নাল আবেদীন রোজ (সভাপতি -লন্ডন পোয়েটস্ ক্লাব, সভাপতি- যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব, চেয়ারম্যান- ইউকে রোজ টি.ভি, লন্ডন)।
সংকলন টির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩০/ টাকা এবং এটি পাঠক বর্গ offline market ছাড়াও Amazon shoping app এর মাধ্যমেও সংগ্রহ করতে পারেন।
আলোচক: আফরোজা বেগম
জেলা-মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
……………………………………………………………………….