গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামশেরগঞ্জ থানার নব নিযুক্ত ওসি বিজন রয়।
৪ঠা জুলাই,সামশেরগঞ্জ :-
এক গরীব দুঃস্থ অসহায় মানুষকে একটি সাইকেল দান করে নজির গড়লেন থানার ওসি।সামশেরগঞ্জের পূর্ব দেবিদাশপুরের এক গরিব দুঃস্থ অসহায় ব্যক্তি ইউসুফ শেখ পেশায় একজন ফেরি ওয়ালা, প্রতিদিনের মতো ফেরি করতে বের হয় সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায়।
কিন্তু সাইকেলটি চুরি হয়ে যায়, কারণ হিসেবে সে জানায় যে তাঁর ছেলে প্রতিবন্ধী আর প্রতিবন্ধীর সার্টিফিকেট জমা করতে গিয়েছিল ইউসুফ, তখনই তার সাইকেলটি চুরি হয়। তারপর তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে জানালেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত সাইকেল না পাওয়ায়, সামসেরগঞ্জ থানার নবনিযুক্ত ওসি বিজন রয় কে ব্যাপার টি জানায়।
সোমবার শামসেরগঞ্জ থানায় তাকে ডাকা হয় এবং একটি নতুন সাইকেল তুলে দেন শামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়, পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামও। ফেরিওয়ালা নতুন সাইকেল পাওয়ায় কার্যত খুশি হয় সকল পরিবার। পরিবারে আর্থিক অনটণের কারণে কিছু সমস্যা দেখা যায় , তবে পরিবার সাইকেল পেয়ে সাধুবাদ জানিয়েছে ওসি কে।