সুতিতে সুদের টাকা পরিশোধ করতে না পারাই আত্মহত্যা করে এক যুবক।
৪ঠা জুলাই, সুতি:-
আর্থিক অনটনে সুদের টাকা নিয়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় লাগাতার হুমকির জেরে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১৭ বছরের এক যুবক। রবিবার রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া গ্রামে।
মৃত ওই যুবকের নাম হিরক পাল(১৭)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক আর্থিক অনটনের জন্য দুর্গাপুজোর সময় বুবাই নামে এক ব্যক্তির কাছ পাঁচ হাজার টাকা ধার নিয়েছিল ওই যুবক।
সিমেন্ট ফ্যাক্টরীতে কাজ করে সেই টাকায় প্রতি মাসে ৫০০ টাকা করে সুদ দিত সে। কিন্তু শেষ দুমাস সুদের টাকা পরিশোধ করতে পারেনি সে। অভিযোগ, যার জেরেই লাগাতার হুমকি আস্তে থাকে হীরক পালের কাছে। রবিবার বাড়িতে এসে টাকার জন্য হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার।
সার্বিক বিষয়ে মানসিক চাপ ও অবসাদেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বসে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।