৪ঠা জুলাই,জঙ্গিপুর:-
এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল পরিবারের লোকেদের বিরুদ্ধে । সোমবার সকাল সকাল এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর গ্রাম এলাকায়
প্রাথমিক সূত্রে জানা গেছে এক ব্যক্তিকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকদের বিরুদ্ধে এই ঘটনার জেরে মৃতের ছেলে ও জামাইকে আটক করে নিয়ে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ
*মালদা জেলার বাসিন্দা গৌতম কুন্ডু কর্মসূত্রে শ্বশুরবাড়িতে থাকেন বেশ কয়েক বছর ধরে গতকাল রাতে পরিবারের অত্যাচারের রেসে পড়ে এবং তাকে বেধড়ক পেটাই পরিবারের লোকজনরা এবং প্রমাণ লোপাটের চেষ্টায় তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয়।এই ঘটনার খবর পেয়ে সকাল সকাল রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে দেখে নাকে ও মুখে রক্ত এই ঘটনার সন্দেহ হয় পরিবারের লোকেদের বিরুদ্ধে
এই ঘটনার জেরে মৃতের ছেলে এবং জামাইকে আটক করে নিয়ে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্ত করছে পুলিশ, মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতাল পাঠায় , ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবার হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ।