উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনে বিডিও এইচ এম রিয়াজুল হক এবং ব্লক মেডিক্যাল আধিকারিক অমিত মালাকার।
৩০ শে জুন, সুতি, নিজস্ব প্রতিনিধি :-
মুর্শিদাবাদ জেলার এসে সুতি -১ ব্লকের পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন বিডিও এইচ এম রিয়াজুল হক এবং ব্লক মেডিক্যাল আধিকারিক অমিত মালাকার।
জানা যায় যে, তিনটি গ্রাম পঞ্চায়েতে আজকে মোট পাঁচটি উপস্বাস্থ্য কেন্দ্রের বিডিও এইচ এম রিয়াজুল হক সূচনা করলেন।
আর এই ছয়টি উপস্বাস্থ্য কেন্দ্র গুলি হলো,বহুতালি,গোপালনগর, কুষুমগাছি, হারুয়া এবং বংশবাটি উপস্বাস্থ্য কেন্দ্র।
আরও জানা যায় যে, এই উপস্বাস্থ্য কেন্দ্র গুলিতে ব্লাড প্রেসার পরিমাপ এবং নিউট্রিশনের উপর বেশী জোর দিচ্ছে রাজ্য সরকার।
প্রশাসন সূত্রে জানা যায় যে, আপাতত ভাড়া ঘরেই চলবে এই স্বাস্থ্য কেন্দ্র। এই প্রসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান যে, ফান্ড না থাকার কারণে নিজ জায়গায় স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে সম্ভম হচ্ছে না।