বিএসএফের উদ্যোগে এলাকা বাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির।
প্রতিনিধি, তরিকুল শেখ,
গ্লোবাল নিউজ, জঙ্গিপুর,
৫ ই মার্চ ২০২৪, মঙ্গলবার;
১১৫ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক একশন প্রোগ্রাম জঙ্গিপুরে।
আন্তর্জাতিক সীমান্তবর্তীর প্রত্যান্ত গ্রাম চর পিরোজপুর ও চর বাজিতপুর। আর এই দুই গ্রামে কোন স্বাস্থ্য কেন্দ্র না থাকার কারণে বিএসএফের উদ্যোগে বারংবার এলাকাবাসীদের উদ্দেশ্যে বিনামূল্যে চিকিৎসা শিবির করা হয়। বিএসএফদের উদ্দেশ্য হলো এই প্রত্যন্ত দুই গ্রামে বাসিন্দারা যাতে প্রাথমিক চিকিৎসা পায় সেই লক্ষ্যেই এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার পর থেকে সপ্তাহখানেক আগেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামানের উদ্যোগে বৈদ্যুতিক সংযোগ চালু হয়। অর্থাৎ ভারত স্বাধীনতার লাভ করার পর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই দুই চর এলাকা বৈদ্যুতিক বিচ্ছিন্ন অবস্থায় ছিল মানে সেখানে কোন ইলেকট্রিক লাইনের যোগাযোগ ছিল না, সম্ভবত সেই কারণেই ওই দুই চর এলাকার বাসিন্দাদের চিকিৎসা করাতে খুব সমস্যা হয়।
আর স্থানীয়দের এই চিকিৎসা সমস্যার সমাধান করার লক্ষ্যে ১১৫ নাম্বার বিএসএফ ব্যাটালিয়ান রীতিমতো বিনামূল্যে চিকিৎসা শিবির গড়ে তোলেন। স্থানীয় এলাকাবাসীদের মতে বিএসএফ প্রতিনিয়তই তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে এমনকি আজ অবধি করছে কিন্তু যদি সরকারি কোন উপায়ে স্থায়ীভাবে এই চিকিৎসার সুবিধা পাওয়া যায় তাহলে এলাকাবাসীদের আরো সুবিধা হতো কারণ উল্লেখ করে তারা জানান যে এতদিন বৈদ্যুতিক সংযোগ ছিল না কিন্তু সপ্তাহখানেক হলো এই বৈদ্যুতিক সংযোগ। তারা আরো জানান যে আগামীতে সরকারিভাবে কোন স্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপিত হবে বলে আমরা আশাবাদী এবং আমরা প্রশাসনিক ভবনেও জানিয়েছি।
পাশাপাশি আজকের এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে আসা লোকজন জানান যে, ১১৫ নম্বর বিএসএফ ব্যাটালিয়ান প্রতিনিয়তই তাদের সমস্যা সমাধান করে চলেছে যাতে করে এই দুই চর গ্রামের বসবাসকারীদের চিকিৎসা সংক্রান্ত সমস্যায় ভুক্ত না হয়।
বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত বিনা খরচে চিকিৎসা শিবির গড়ে ওঠে প্রতিনিয়তই এবং বিএসএফদের উদারতার যে পরিচয় পাওয়া যায় তা কিন্তু প্রশংসাযোগ্য। কারণ, চিকিৎসা ছাড়াও মেডিসিন মানে ঔষধ, ইনজেকশন ও ফ্রীতে প্রদান করেন।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, অশোক কুমার সিং, এল.এস ভাটি, ডিসি অঞ্জনি কুমার, নন্দ কুমার সিং, মদন লাল, দীনেশ সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. রুশভ রাচ্ছ, ড. অরণ্য দত্ত, ড. জহরুদ্দিন বাবর সহ আরও অনেকেই।
———————————————————–