দুই বছর পর কেন্দ্রের বকেয়া টাকা পরিশোধ করল রাজ্য সরকার।
নিজস্ব সংবাদদাতা,
গ্লোবাল নিউজ, উলুবেরিয়া,
১লা মার্চ,২০২৪,শুক্রবার।
ফের প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে বকেয়া টাকা চাইছে। কিন্তু কোন মতেই কেন্দ্রীয় সেই বকেয়া অর্থ দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সরকার এই বকেয়া টাকা পাওয়ার জন্য দিল্লি বারংবার যায় কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথাও বলেন কিন্তু তাতে কোন রকম সূরাহা হয়নি। এরপর রাস্তা অবরোধ,লাগাতার ধরনা, সাংসদ ভবনে বিক্ষোভ সহ অনেক কার্যকলাপ রাজ্য সরকার করলেও, কোনো উপায়ই বকেয়া টাকা উদ্ধার করতে পারছে না রাজ্য সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোন মতেই ১০০ দিনের কাজের টাকা মানে এম.জি.এন.আর.ই.জি.এ – প্রকল্পের টাকা রাজ্যকে দিচ্ছে না। দুই বছর ধরে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে টাকা জন্য বললেও কেন্দ্র সরকার কোন মতেই কর্ণপাত করছে না। ফলে কার্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত অবলম্বন করলেন। আর এই সিদ্ধান্তটি হল কেন্দ্রীয় সরকারের বকেয়া টাকা পরিশোধ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই বার্তা দেন তার পাশাপাশি আধিকারিকদের নির্দেশ দেন। তিনি আরও বলেন যে, পয়লা মার্চের মধ্যেই রাজ্যের সকল মজুরহীন শ্রমিকদের মজুরি প্রদান করা হবে।
সরকারের নির্দেশ মতো রাজ্য জুড়ে সকল ব্লকের পাশাপাশি হাওড়ার উলুবেরিয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক গ্রামে-গ্রামে, বাড়ি-বাড়ি গিয়ে মজুরিহীন শ্রমিকদের তথ্য সংগ্রহ করেন পাশাপাশি সকল ধরনের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান।
মুখ্যমন্ত্রীর কথামতো পয়লা মার্চ ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান কর্মসূচি হাটগাছা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় পালন করলেন উলুবেরিয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক।
আজকের দিনের কর্মসূচি প্রসঙ্গে বিডিও এইচ. এম রিয়াজুল হককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে উলুবেরিয়া-১ ব্লকে মোট শ্রমিকের সংখ্যা হচ্ছে ১০,৩০৬ জন এবং মোট কাজের দিন সংখ্যা হচ্ছে ৬ লক্ষ ৪৫ হাজার ৮৮৭ দিন। আর এই ১০৩০৬ জন শ্রমিকদের মজুরি প্রদান করা হল ছয় কোটি ৩০ লক্ষ ৭ হাজার ৯৬৬ টাকা। এছাড়াও তিনি একটি তালিকা দেখালেন যেই তালিকায় ব্লকের সম্পূর্ণ অঞ্চল ভিত্তিক তথ্য রয়েছে।
তিনি আরও বলেন যে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পি ডব্লিউ ডি এবং পি এইচ ই মন্ত্রী পুলক রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতিন্দ্র শেখর প্রামানিক, সহ অন্যান্য বিশিষ্ট ব্লকের ও গ্রাম পঞ্চায়েতের কর্মচারীগণ।