বিশেষ প্রতিনিধি, Global Newz, Kolkata
25TH, JANUYARY’24
কবিতা : কবি -সম্পাদক সুন্দরবনের দীপঙ্কর বর্মন
——————————-
ঋদেনদিক মিত্রো ( ভারত )
অবিশ্বাস্য কাহিনী এক করছি বর্ণণ,
কে সুন্দরবনের কবি সম্পাদক দীপঙ্কর বর্মন।
সুন্দরবনের ভূমিপুত্র বাড়ি গোসাবা,
খুব সুন্দর মিষ্টি নাম, গ্রাম সোনারগাঁ।
জন্মের পর শিশুটি দারিদ্রে বড় হয়,
ছিলনা তো পারিবারিক উচ্চ পরিচয়।
যদিওবা উচ্চতা ছিল তাঁর অন্য মাপে,
পিতা, মাতা, দাদু, দিদা, ছিলেন সততাতে,
এর চেয়ে উচ্চ পরিচয় আর কী আছে,
পরিবারে সবাই সৎ হয়ে যদি বাঁচে,
তেমনি এক পরিবারে জন্ম হলো তাঁর,
আজ তাঁর নাম দুই বাংলায় বিস্তার।
কুমির, কামোট, বাঘ, সাপ, চারপাশে আছে,
এইসব ভয় নিয়ে এখান মানুষ বাঁচে।
দীপঙ্করও ছোটবেলা থেকে সেই মতো —
আয় করতে নেমে যান ঝুঁকি নিয়ে কত।
কখোনো বা পনেরো দিন, কিংবা এক মাস,
জলে ভেসে করতেন নৌকায় বাস,
এইভাবে রাত জেগে লেখালিখি করা,
ভোর হলে মাছ ধরায় ফের লেগে পড়া,
সেই সাথে আরো হলেন ব্যাপ্ত কর্ম-মনা,
সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকা সম্পাদনা,
অতি যত্নে, সততায়, অতি সুক্ষ্মভাবে–
এই কাজে এগিয়ে চলেন অতীব সজাগে,
তাঁর রচিত কয়েকটি ছন্দ শৈলী রীতি —
বাংলা কবিতায় ব্যাবহার করেন অনেক কৃতি,
সেইসব ছন্দগুলি আছে নানা নামে,
সেইগুলি উল্লেখ করছি আমি যথাক্রমে,
তীর্যক, শব্দদর্পন, চতুরঙ্গ, নয় ছয়, বিশে বিশ,
কবিতাটি লিখছি, জানুয়ারী দুহাজার চব্বিশ।
এই সময় অবধিও তাঁর বই নেই মুদ্রন,
নানা পত্রপত্রিকায় বের হয় তাঁর লেখন,
কষ্টের টাকা খরচ করেন পত্রিকার কাজে,
খুঁজে বেড়ান কোন্ প্রতিভা আছে সমাজে,
সামর্থহীন কবি-লেখকদের জন্য তিনি —
রেখেছেন নানা সুযোগ, সেই মানুষ ইনি।
ভিন্ন নামে নানা পত্রিকা এবং সংকলন —
নিয়মিত করতে থাকেন দীপঙ্কর বর্মন।
সংকলনগুলি কখোনো যৌথ সম্পাদনায়,
সমন্বয়ে এইসব কাজ করেই চলেন প্রায়।
কখোনো বা লুঙ্গী, চাদর, অতি সাধারণ সাজ,
কখোনো বা জিন্স, সার্টে যেন সাহেব সমাজ।
জল জঙ্গল কাদায় থেকেও এত আধুনিক,
এমন মানুষ করতে পারেন কাজ আন্তর্জাতিক।
তুলনাহীন এই মানুষ বাংলার গর্ব,
এঁরাই দেশকে গড়ে তোলেন চেতনার সর্গ।
এঁরাই গঠন করেন পৃথিবীতে সম্প্রীতি,
যাঁদের আত্মত্যাগে হয় শিক্ষা সংস্কৃতি।
মানুষটি সর্ব দিকে কর্তব্যনিষ্ঠ মন,
বাস, সোঁনারগাঁ, গোসাবা, জন্ম সুন্দরবন।
দীপঙ্কর বর্মন।
——————————-
——————————-
তথ্য সূত্র:- “নতুন গতি” সংবাদ সাহিত্য পত্রিকার ওয়েবসাইটে সাংবাদিক লুতুব আলীর লেখা “সুন্দরবনের নদীর কান্না শুনতে-শুনতে গোসাবার দীপঙ্কর বর্মনের সাহিত্য চর্চা” থেকে তথ্য নিয়ে লেখা। ২০২৪ সালে পত্রিকাটি পঁয়ত্রিশ বছরে পদার্পণ করলো। সাপ্তাহিক মুদ্রিত পত্রিকা। একই সাথে ওয়েবসাইট আছে .
———————————-
ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro ) , পেশায় ইংরেজী ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট। কলকাতা, ভারত।
———————————-
রচনা : ২৫ জানুয়ারী ২০২৪, মাঝরাত ৩:৩৫
———————————
শ্রদ্ধেয় লেখক কবি রিদেন মিত্রোকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।🙏আমি দীপঙ্কর বর্মন, আমার দৈনন্দিন দু্ঃখ কষ্ট তুলে ধরেছেন। তার মধ্যে সাহিত্য করে যাই যা বাংলা সাহিত্য কে ভালোবেসে।