বিশেষ প্রতিনিধি, সুতি,
গ্লোবাল নিউজ, কলকাতা,
২০শে জানুয়ারী,২০২৪, শনিবার।
হারুয়া গ্রামে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ।
মুর্শিদাবাদ জেলার সুতি -১ ব্লকের অন্তর্গত হারুয়া গ্রাম পঞ্চায়েতের হারুয়া গ্রামে উদযাপিত হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ। জানা যায় যে, এই কর্মসূচীতে এস এইচ জি অর্থাৎ সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে গ্রামের ফার্ম বা খামারের পশুদের ভালো ভাবে পরিচর্চা করতে সক্ষম হয়। পাশাপাশি গরু, মোষ, ছাগল, মুরগি, হাস ছাড়াও অন্যান্য গৃহপালিত পশুদের বিনা মুল্যে চিকিৎসা ও করা হয় এবং আগামি সাত দিন ধরে এই শিবির চলবে বলে জানান বিএলডিও প্রদীপ বিশ্বাস।
এই কর্মসূচিতে গ্রামের সকল স্তরের মানুষের মধ্যে খুবই ভালো সাড়া পাওয়া যায় বলেও জানান বিডিও অরূপ সাহা।
এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিডিও অরূপ সাহা, বিএলডিও প্রদীপ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সুতি-১ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মদক্ষ সাদেনুর বিবি,জিয়ারত আলী, আশামুদ্দিন, গলজার, সহ অন্যান্য কর্মদক্ষ ও সদস্যমন্ডলী।
পশু পরিচর্চা নিরিখে প্রতিযোগীতা ও করা হয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারিদের পুরষ্কার বিতরণ ও করা হয়। বিডিও অরূপ সাহা প্রথম স্থান অধিকারীকে অ্যালুমানিয়ামের বালতি দিয়ে পুরষ্কৃত করলেন ।