Special Correspondent
Global Newz, Kolkata
15th Jan’2024, Monday
কবিতা : তুমি একজন
– ঋদেনদিক মিত্রো
[ A Bengali Motivetional poem : Tumi Ekjon, i.e. YOU ARE ONE, a Bengali motivetional poem, by Ridendick Mitro, India. This poem can change your life within minutes.]
——————————
ঋদেনদিক মিত্রো ( পশ্চিমবঙ্গ, ভারত)
তুমি শীত রাতে কম্বলে ঢুকে শুয়েছ?
তাতে কী?
বাইরে বেরিয়ে খেলছে তোমার চঞ্চলতা।
ঘুমিয়ে পড়েছ নাকি?
তাতে কী?
জেগে আছে তোমার স্বপ্ন।
অসুখে ঝিমিয়ে পড়েছ নাকি?
তাতে কী?
তাজা হয়ে আছে তোমার প্রেম।
তুমি কি অন্যায়কে প্রতিবাদে ভয় পেয়েছ?
তাতে কী?
তোমার ভয় এখুনি ডেকে আনবে সাহসকে।
তুমি কি বিশ্বাসঘাতক দ্বারা বিপন্ন,
তাতে কী?
তুমি তো নিজেকে বিশ্বাস করো।
যে নিজেকে বিশ্বাস করেনা
সে বড় বিশ্বাস ঘাতক।
আপাতত তুমি তা নও।
তুমি কি শেষ সম্বল হারিয়েছ?
তাতে কি?
তুমি তো নিজেকে বলতে পারো —
আমি পারি।
তুমি কি কারাগারে বন্ধী?
তাতে কী?
কারণ, তোমার ইচ্ছে মুক্ত।
তুমি কি রাজ্য জয় করছো না?
করেও কী হবে।
কারণ, তুমি তো নিজেকে জয় করেছ?
তোমাকে কি অন্ধ বলে কেউ বিদ্রুপ করে,
তাতে কী?
তাদেরকে জানিয়ে দিও —
লোভিরাই দুনিয়ার সেরা অন্ধ।
তুমি কি দুর্লভ কিছু হারিয়েছ?
আরে তাতেই বা কী?
কারণ, তুমি তো জীবন হারাওনি!
তুমি কি পরীক্ষায় কৃতকার্য হওনি?
তাতে কী?
একটা পরীক্ষা নিয়ে জীবন নয়।
তুমি কোনো যুদ্ধে হেরেছ?
তাতে কী?
কারণ, তুমি জেনেছ কিভাবে হারে।
তুমি কি মৃত্যুর কাছাকাছি,
তাতে কী?
কারণ, তুমি তো জীবনকে চিনেছ
অমরতার স্বাদে।
তুমি কি বাসস্থান হারিয়েছ?
তাতে কী?
তাহলে বাকি পৃথিবীটা তোমার বাড়ি।
বিপদ এসেছে নাকি?
তাতে কী?
বিপদ তো তোমার সাথে খেলবার জন্য
তোমাকেই যোগ্য বন্ধু ভেবেছে!
তুমি কত বড় খেলোয়াড়!
তুমি কি কোনো কাজ পেরে ওঠোনি?
তাতে কী?
এই না-পেরে ওঠা থেকেই
তোমার পেরে ওঠা শুরু হলো।
তুমি কি পথ হারিয়েছ?
তাতে কী?
তাহলে নতুন পথ অপেক্ষায় আছে
তোমাকে রোমাঞ্চ দিতে।
তুমি কি ভিখারী হয়েছ?
তাতে কী,
এবার বুঝবে রাজা হতে হয় কিকরে?
শত্রু কি তোমার সামনে এখন?
না, না, তুমি বরং তোমার শত্রুর সামনে।।
তুমি কি ধনী ও ক্ষমতাধরদের মতো
হতে পারোনি বলে হতাস?
দুৎ বোকা।
তুমি তো ধনী ও ক্ষমতাবানদের দিকে
তর্জনী তুলতে পারো।
তোমাকে কি কেউ ভালোবাসে না?
তাতে কী?
ভালোবাসা নামক দুর্লভ গাছ
তাদের ভিতর জন্মায়নি।
তুমি কবে সত্যিকার পরাজিত?
যেদিন তুমি সম্মানীয়কে সম্মান দাওনি।
তুমি কি এতদিন মিথ্যে বলে এসেছ?
তাতে কী?
তুমি এখন থেকে সত্য বলবে,
কারণ, তোমার অস্তিত্ব সত্য।
কে তোমাকে তাড়িয়ে দিয়েছে?
কেউ তাড়িয়ে দেয়নি,
তোমার বিপদ তোমাকে
নিজেই নিরাপদ করে দিল।
তুমি কার সঙ্গ না পেয়ে কাঁদছ?
আসলে তুমি অজান্তে সুখকে সরিয়ে রাখছ।
তুমি কাকে বেশি শক্তিশালী বলে ভয় পাচ্ছ?
কাউকে নয়, তোমার দুর্বলতাকে।
তুমি কি কূটিলদের চিনতে পারোনি?
তাহলে তুমিই মূর্খ।
তাহলে তুমি কবে শিক্ষিত হবে?
যেদিন তুমি বুঝে নিয়েছ একা হাঁটতে হয়।
————————————————————————————–
ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , কলকাতা, ভারত, পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট। ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২২-২৩ টি গ্রন্থ বেরিয়েছে। আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইংরাজী গানের গীতিকার। বিভিন্ন পুরস্কার ও সম্মানণা পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশেই সম্ভাব্য কারণে পরিচিত। বাংলার গুরুত্বপূর্ণ এক ব্যাক্তি কবি সমাজসেবী সৈয়দ আহসান আলী এর নামে ” সৈয়দ আহসান আলী” পুরস্কার পেয়েছেন এই কমিটি থেকে। মুর্শিদাবাদ এর এই কমিটি প্রধান শীষ মুহাম্মদ ( Shis Mohammad)। রাষ্ট্রসংঘ, কানাডা সরকার, অস্ট্রেলিয়া সরকার ও নিউজিল্যান্ড সরকার তথা নোবেল জয়ী His Holiness দলাই লামার থেকে আশির্বাদ ধন্য “Art Mother Earth Foundation” থেকে “Gem of the Earth Award” পেয়েছেন। এর Founder-Director নিউজিল্যান্ড এর নাগরিক মাইকেল তরুন ( Michael Tarun) । ভারতের মূল আধুনিক ইতিহাস তথা ইংরেজ শাসনের সাথে যুক্ত থাকা ইতিহাস, অর্থাৎ, সেই নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে যে- ইতিহাস, সেই ইতিহাস নিয়ে নবজাগরণ এর আন্দোলন “হীরাঝিল বাঁচাও আন্দোলন”, “খোসবাগ যত্ন করার আন্দোলন”, “নবাব সিরাজউদ্দৌলা মুক্ত বিদ্যালয় খোসবাগ” — তথা “নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট” এর সৌজন্যে আন্তর্জাতিক পুরস্কার “সবুজ সেনা সম্মান -২০২৩” প্রাপ্তি। এর Founder-president সমর্পিতা দত্ত ( Samarpita Dutt) । এই ভারত ব্যাপিত বিশ্বে ছড়িয়ে পড়া আন্দোলনের “আন্দোলন কবি” হিসেবে এই পুরস্কার পান। তবে বিভিন্ন ধারার কাজের জন্য এই পুরস্কার অন্য অনেক গুণী পেয়ে থাকেন। এই আন্দোলনের সাহিত্যের কাজে কাজ করার সহায়তা দান করেন প্রথম গবেষক সাংবাদিক “Manas Bangla” ইউটুব চ্যানেলের মানস সিনহা ( Manas Sinha). পরে এই কাজে আরো অনেক গবেষক-সাংবাদিক ঋদেনদিককে সহায়তা করেন।সেগুলি অন্য অনেক জায়গায় জানানো হয়েছে। পরে সেই নিয়ে আরো লেখা বেরুবে। রয়েছে আরো অনেক সম্মান ও সম্মানণা। ঋদেনদিক একই সাথে একজন সাহসী বক্তা ও মুক্ত চিন্তার সমাজ সংস্কারক।
………………………………………………………………………………….
অপূর্ব অসাধারণ লেখা ভীষণ সুন্দর