SPECIAL CORRESPONDENT
GLOBAL NEWZ, KOLKATA,
15TH; JAN’2024, MONDAY
কবিতা: নতুন বছর
—-ঋদেনদিক মিত্রো
কবিতা: নতুন বছর || Happy New Year Short poem
————————————
ঋদেনদিক মিত্রো ( ভারত)
নতুন বছর, কী রোমাঞ্চে
চারিদিকেই সাড়া,
তাতেই বা কী, যদি না সোজা
হলো এ-শিরদাঁড়া।
HAPPY NEWYEAR SHORT POEM
—————————-
Ridendick Mitro ( India)
New year, adventurous,
All are excited with crown,
But, what it is in the fest,
If our backbone always down.
——————————–
ঋদেনদিক মিত্রো ( Ridendick Mitro) , কলকাতা, ভারত, পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট। ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২২-২৩ টি গ্রন্থ বেরিয়েছে। আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ ইংরাজী গানের গীতিকার। বিভিন্ন পুরস্কার ও সম্মানণা পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশেই সম্ভাব্য কারণে পরিচিত। বাংলার গুরুত্বপূর্ণ এক ব্যাক্তি কবি সমাজসেবী সৈয়দ আহসান আলী এর নামে ” সৈয়দ আহসান আলী” পুরস্কার পেয়েছেন এই কমিটি থেকে। মুর্শিদাবাদ এর এই কমিটি প্রধান শীষ মুহাম্মদ ( Shis Mohammad)। রাষ্ট্রসংঘ, কানাডা সরকার, অস্ট্রেলিয়া সরকার ও নিউজিল্যান্ড সরকার তথা নোবেল জয়ী His Holiness দলাই লামার থেকে আশির্বাদ ধন্য “Art Mother Earth Foundation” থেকে “Gem of the Earth Award” পেয়েছেন। এর Founder-Director নিউজিল্যান্ড এর নাগরিক মাইকেল তরুন ( Michael Tarun) । ভারতের মূল আধুনিক ইতিহাস তথা ইংরেজ শাসনের সাথে যুক্ত থাকা ইতিহাস, অর্থাৎ, সেই নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে যে- ইতিহাস, সেই ইতিহাস নিয়ে নবজাগরণ এর আন্দোলন “হীরাঝিল বাঁচাও আন্দোলন”, “খোসবাগ যত্ন করার আন্দোলন”, “নবাব সিরাজউদ্দৌলা মুক্ত বিদ্যালয় খোসবাগ” — তথা “নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট” এর সৌজন্যে আন্তর্জাতিক পুরস্কার “সবুজ সেনা সম্মান -২০২৩” প্রাপ্তি। এর Founder-president সমর্পিতা দত্ত ( Samarpita Dutt) । এই ভারত ব্যাপিত বিশ্বে ছড়িয়ে পড়া আন্দোলনের “আন্দোলন কবি” হিসেবে এই পুরস্কার পান। তবে বিভিন্ন ধারার কাজের জন্য এই পুরস্কার অন্য অনেক গুণী পেয়ে থাকেন। এই আন্দোলনের সাহিত্যের কাজে কাজ করার সহায়তা দান করেন প্রথম গবেষক সাংবাদিক “Manas Bangla” ইউটুব চ্যানেলের মানস সিনহা ( Manas Sinha). পরে এই কাজে আরো অনেক গবেষক-সাংবাদিক ঋদেনদিককে সহায়তা করেন।সেগুলি অন্য অনেক জায়গায় জানানো হয়েছে। পরে সেই নিয়ে আরো লেখা বেরুবে। রয়েছে আরো অনেক সম্মান ও সম্মানণা। ঋদেনদিক একই সাথে একজন সাহসী বক্তা ও মুক্ত চিন্তার সমাজ সংস্কারক।