নিজস্ব সংবাদদাতা, সুতি
গ্লোবালনিউজ.অনলাইন
২১ সেপ্টেম্বর,2023
নাটকের মাধ্যমে ডেঙ্গু সতেচন প্রাথমিক পড়ুয়াদের।
দেখতে পাচ্ছেন, মশার রূপ করে নাটক করছে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। হয় তো বা ভাবছেন যে, কেনো এই নাটক করছে! হ্যাঁ ভাবারই বিষয়!
বর্তমানে সকল এলাকায় ডেঙ্গু নিয়ে কিছুটা হলেও উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিভিন্ন খবরের মাধ্যমেও আপনারা জানতে পেরেছেন। সরকার বিভিন্ন প্রকারের পদক্ষেপও গ্রহণ করছে যাতে করে ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়।
আর এই কারণে ,২৭ নং গোঠা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা মশার অভিনয় করে এলাকাবাসিদের সতেচন করাচ্ছে নাটকের মাধ্যমে। কারণ স্কুল পড়ুয়ারা নিজেকে সজাগ রাখবে, পাশাপাশি অন্যদেরও সজাগ রাখতে অনুরোধ জানাবে। আর এই উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক- শিক্ষিকাগণ তিন মাথা মোড় এলাকায় এই সচেতনমূলক অভিযানের জায়গা বেছে নিয়েছে, যাতে করে প্রত্যেক মানুষজন এই নাটক লক্ষ্য করতে পারে, এবং এই নাটকের মাধ্যমে সমাজে যে বার্তা প্রেরণ করা হচ্ছে সেই বিষয়ে জানতে পারে।
এই দিন সকল পড়ুয়ারা এক সাথে মিলে ব্লিচিং পাউডার নিয়ে বিদ্যালয়ের আশেপাশের জায়গাগুলো পরিষ্কার করে, এবং যেখানে যেখানে বৃষ্টির জল জমে আছে সেগুলোকে উল্টে দিয়ে জল ফেলে দেওয়া হয়, এতে মশার ডিম বা লার্ভা মরে যাবে।
পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত জানান যে, আমাদের বাড়ির পাশে পাশের জায়গা গুলোকে ভালো ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে জল না জমে থাকে। জল জমে থাকলেই লার্ভা হবে, কারণ ডেঙ্গু বাহিত মশা পরিষ্কার জমা জলে ডিম পাড়ে। তাই কোনও পাত্রে জমা জল দেখলেই পাত্রগুলোকে উল্টে দিলেই লার্ভা নষ্ট হয় এবং ডেঙ্গু থেকেও রক্ষা পাওয়া যাবে।
শুধুই যে সরকার দায় ভার নেবে এমনটাও কিন্তু নই, আমাদেরকেই সজাগ থাকতে হবে এবং সকলকে ডেঙ্গু আক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি কাজ করবেন, কিংবা কি কি কাজ করবেন না সেই বিষয়েও সচেততামূলক কর্মসূচি পালনের মধ্য দিয়ে সকল এলাকায় অভিযান চালিয়ে যেতে হবে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে বলেও মন্তব্য করেন শিক্ষক।