নিজস্ব প্রতিনিধি, সুতি, মুর্শিদাবাদ
Globalnewz.online
21 sep’23
এবার বিনা মূল্যে আধার কার্ড করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর।
আপনি কি আপনার ছেলে- মেয়ের আধার কার্ড সমস্যা নিয়ে ভুগছেন। তাহলে আপনার জন্য বিনা খরচে আধার কার্ড করাচ্ছে সরকার।
হ্যাঁ ঠিকই শুনেছেন, সম্প্রতি রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
আপনি আপনার ছেলের মেয়ের আধার কার্ড করাচ্ছেন টাকা দিয়ে! তাহলে আপনার জন্য এই মুহূর্তে খুশির খবর হচ্ছে বিনা খরচে আধার কার্ড তৈরি। খুশীর বার্তা বলাটাও যেনো ভুল হবে না। কারণ বর্তমানে আধার কার্ড নিয়ে যে কালোবাজারি হচ্ছে তাতে অনেক পরিবার তাঁদের প্রতিদিনের আয় করা টাকা আধার কার্ড তৈরির পেছনে খরচ করে ফেলে। এমনও কিছু পরিবার আছে যাদের সাপ্তাহিক ইনকাম ১৫০০ টাকা, আবার তাঁরা দুই জনের আধার কার্ড তৈরি করে তাঁদের সাপ্তাহিক আয় দিয়ে। অর্থাৎ এক একজনের আধার কার্ড তৈরি করতে ৪৫০-৫০০ টাকা নেয়, তাহলে ভাবতে পারেন কত কালো বাজারী চলছে এই আধার কার্ড করতে। কিন্তু আর এখন থেকে কোনও টাকা পয়সা দিয়ে আধার কার্ড তৈরি করতে হবে না, সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবে আধার কার্ড। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই মহৎ সিদ্ধান্তের কারণেই অনেক অনেক পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলেও মন্তব্য করেন প্রধান শিক্ষক।
তবে ছাত্র বা ছাত্রী হতে হবে, অর্থাৎ স্কুল পড়ুয়াদের জন্যই বিনা মূল্যে আধার কার্ড করানো হচ্ছে। সরকারের উদ্দেশ্য হল প্রত্যেক শিশু যেন স্কুল – বিদ্যালয়ে ভর্তি হয়, এবং পড়াশোনা করে। পাশাপাশি স্কুলপড়ুয়াদের যে সব স্কীম বা প্রকল্প আছে সেই গুলোর সুবিধা পাক।
আর সেই নির্দেশ মতো আজ বৃহস্পতিবার অর্থাৎ ২১ শে সেপ্টেম্বর সুতি-১ ব্লকের অন্তর্গত গোঠা এ আর উচ্চ বিদ্যালয়ে এই আধার কার্ড তৈরির শুভ উদ্বোধন হলো বলে খবর পাওয়া গেছে। জানা গেছে যে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের বিনা খরচে আধার কার্ড তৈরি হচ্ছে।
এবার থেকে ছাত্র ছাত্রীদের আধার কার্ড তৈরির সমস্যা নিয়ে অবিভাবকরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে। এক কথায় এবারে আধার কার্ডের ভোগান্তির দিন শেষ হবে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে।
যদিও অনেক আগে থেকেই প্রাথমিক প্রধান শিক্ষক অমিত কুমার দত্তের এই বিদ্যালয় স্তরীয় আধার কার্ড তৈরির সংক্রান্ত দাবী ছিলো, আমরা খবরও করি, কিন্তু আজ তিনি বলেন আমরা খুবই খুশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে আধার করে দেওয়ার ব্যবস্থা সরকার গ্রহন করায়। আরও কি বললেন তিনি শোনাবো। অবর বিদ্যালয় পরিদর্শক, সুতি ১ চক্রের কাছ থেকে জানা গেলো সুতি ১ ব্লকের গোঠা উচ্চ বিদ্যালয় ও বহুতালি উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেসকল স্টুডেন্টদের আধার নেই বিনামূল্যে আধার করা যাবে। তাই স্টুডেন্টরা নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকার কাছে যেন জেনে নেই কবে কোথায় আধার কার্ড করতে যেতে হবে। ছাত্র ছাত্রী ও অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করতে বলা হচ্ছে। SI OF School Office থেকে সকল বিদ্যালয়কে এমর্মে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে ব্লক বিদ্যালয় দপ্তর সূত্রে।