নিজস্ব প্রতিনিধি: কলকাতা
26 জুলাই 2023, বুধবার
Globalnewz.online
বই এর সাথে বন্ধুত্ব করুন
আর্নেস্ট হেমিংওয়ের বলেছেন, বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই। বই হল পৃথিবীর এক অমূল্য সম্পদ। বই হল এক জ্ঞানের ভান্ডার। বই এর জ্ঞানের আলো আমাদের মনের অন্ধকার গুলোকে দূরীভূত করে মনকে জ্ঞানের আলোয় আলোকিত করে।পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হল বই ; যার সাথে কোনোদিন মনোমালিন্য হয়না।
বই আমাদের অজানাকে জানতে শেখায়,ভালো-খারাপ বুঝতে শেখায় এবং সুনাগরিক ও মানুষের মতো মানুষ হতে সাহায্য করে। বই এর জ্ঞানের আলো কুসংস্কার, অপরাধ এর অন্ধকারকে দূরীভূত করে। বই আমাদের জীবনে এক আশীর্বাদ রূপে আমাদের সাথে সর্বদা থাকে। বই এর মাধ্যমে আমরা সমাজের অতীত, বর্তমান এবং ভবিষ্যত সম্পর্কেও কম-বেশি জানতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ,বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো। জীবনের একাকীত্ব গুলোকে কাটাতে,মনকে ভালো রাখতে হলে বই এর সাথে বন্ধুত্ব করুন। বই পড়লে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। আমাদের সামাজিক ও মানসিক বিকাশে সাহায্য করে এই বই। তাই বই ছাড়া আমাদের জীবনটাই অচল। তাই বলা হয়, পৃথিবীর কেউ যখন তোমার পাশে থাকবে না তখন বই একমাত্র বন্ধু যে সর্বদাই তোমার পাশে থকবে ;
তোমাকে কখনো ছেড়ে যাবেনা এবং কখনোই তোমার সাথে রাগ-অভিমান করবে না। বই এর বন্ধুত্ব সোনার মতোই খাঁটি ; যার কোনো তুলনা হয় না। বই এর সাথে বন্ধুত্ব আমৃত্যু থেকে যায়। তাই বই কিনুন,বই পড়ুন,বই উপহার দিন এবং বই এর সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। বই এর উপযোগীতা এবং বন্ধুত্ব নিয়ে বিভিন্ন মনীষী ও দার্শনিকরা বিভিন্ন মতামত দিয়েছেন।যেমন-
১) ভালো বইয়ের সাহচর্য আছে এমন কোন মানুষকে বন্ধুহীন বলা যায় না।
– এলিজাবেথ ব্যারেট
২) আপনাকে মনে রাখতে হবে যে, একটি বই পড়ার সময় অপরাধ করা অসম্ভব।
– জন ওয়াটার্স
৩) একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।
— টুপার
৪) একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।
— এ পি জে আবদুল কালাম
৫) বই পড়াকে যে যথার্থ হিসেবে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।
— শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
●(লেখক তরুণ কবি,প্রাবন্ধিক, সমাজকর্মী, সমাজতত্ত্বের গেস্ট লেকচারার এবং সাহিত্য পত্রিকার সম্পাদক)