কবি মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতি: মোঃ ইজাজ আহামেদ একজন কবি, লেখক, সম্পাদক ও সাংবাদিক। তিনি মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের মহেন্দ্রপুর নামক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ২৬শে ফেব্রুয়ারি। তিনি পরিবারের ছয় ভাই বোনের মধ্যে বড়ো। পিতা-মোঃ সামসুদ্দিন বিশ্বাস, মাতা-মতিয়ারা বিবি। শিক্ষাগত যোগ্যতা- ইংরেজি অনার্স, ডাবল এম.এ, বি.এড, ডি. এল.এড। তিনি বেশ কয়েকটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে একটি বেসরকারি স্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন। স্কুলে পড়াকালীন ক্লাসে প্রায় প্রথম হতেন, অবশ্য দুইবার তৃতীয় হয়েছিলেন। মাধ্যমিকে সুতি থানা এলাকায় তিনি প্রথম হয়েছিলেন। ছোট থেকেই পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে পড়ার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। ডি এন সি কলেজে পড়াকালীন কলেজের ‘অয়ন’ পত্রিকায় প্রত্যেক বছর তাঁর বাংলা-ইংরেজি কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হত। তাঁর বাংলা-ইংরেজি কবিতা, প্রবন্ধ নানা পত্রিকা, জার্নাল ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে । একটি আন্তর্জাতিক জার্নালে Discovery and the Golden peak of Improvement এবং একটি আন্তর্জাতিক মানের বইয়ে Exploring New Trends and Innovations in English Language and Literature নামক দুটি রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘স্বপ্ন তরী’, ‘বাংলা সাহিত্য ও সিনেমায় গোয়েন্দা চরিত্র’, ‘মনের পাণ্ডুলিপি’, ‘হৃদ-ক্যানভাস’ ও ‘অন্তরের কাব্যকথা’। তিনি স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার সম্পাদক, ‘আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ’ পত্রিকার সম্পাদক মন্ডলীর একজন সদস্য এবং কাদেরী টাইমস পত্রিকার উত্তরবঙ্গ সম্পাদক। তিনি ভারত ও বাংলাদেশের কবিদের কবিতার সংকলন ‘কবিতার আকাশ’ ও ‘কবিতার অরণ্য’ সম্পাদনা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রদত্ত রাজা রামমোহন রায় স্মৃতি স্মারক সম্মান, সানন্দ সাহিত্য সম্মাননা ২০১৯-২০২০, নব পরিচয় সাহিত্য সম্মাননা ১৪২৬, বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, নূর মহম্মদ স্মৃতি সম্মাননা, সাহিত্যিকরত্ন, কবিরত্ন, সমুন্নত সৌহার্দ্যিক সম্মাননা, মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২, ইকরা ফাউন্ডেশন থেকে আইকন অফ পিস অ্যায়ার্ড, ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কবিতা সম্মেলন ২০২২- এ বাংলাদেশ বেস্ট অ্যায়ার্ড ২০২২, ‘এশিয়ান প্রেস সাহিত্য সম্মান ২০২২'(Asian Press Books), ১৮ বছর পূর্তি কবি মিলনমেলা ও কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা- ২০২২, নবকণ্ঠ সম্মাননা স্মারক, প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১ এবং বেশ কয়েকটি দেশের কয়েকটি সংস্থা থেকে সাম্মানিক ডক্টরেট ইত্যাদি বিভিন্ন সম্মাননায় সম্মানিত হয়েছেন।
তিনি যেসকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন(পদবীসহ) : সম্পাদক- স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, উত্তরবঙ্গ সম্পাদক – কাদেরী টাইমস, সহ সম্পাদক- আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ পত্রিকা, অর্থ বিষয়ক সম্পাদক- জয় বাংলা সাহিত্য পরিষদ (বাংলাদেশ)।
মডারেটর-লন্ডন পোয়েটস্ ক্লাব( ইংল্যান্ড), মডারেটর-ইন্টারন্যাশনাল লিটারেসি স্টাডি( বাংলাদেশ), অ্যাম্বাসেডর- জেনিসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি (নাইজেরিয়া), অ্যাম্বাসেডর- ‘অ্যাসোসিয়েজিওন কালচারাল পার লা পেস এল উমানিতা’ ( রোমানিয়া), অ্যাম্বাসেডর- ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডরস একাডেমি’ র সদস্য(মিশর)। অ্যাম্বাসেডর- ‘ইকরা ফাউন্ডেশন’ (জেরুজালেম), ‘গ্লোবাল অ্যাম্বাসেডরস অফ সাসটেইনেবিলিটি’র সদস্য(দুবাই), পিস অফ মেম্বার অফ ‘ইন্টারন্যাশনাল একাডেমি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (মিশর), সদস্য- ‘ফেদার অ্যান্ড এক্সটেন্ডার হিউম্যানিটি একাডেমি’ ইউরোপ এবং তুরস্ক শাখা, সদস্য- গ্লোবাল ফ্রেন্ডস ক্লাব, অ্যাম্বাসেডর ফর ওয়ার্ল্ড পিস- ফাউন্ডেশন মারিয়া গ্লাডেজ।
মোবাইল : 8101740345/7407220741
ই-মেইল : [email protected]
ফেসবুক : Ejaj Ahamed, Md Ejaj Ahamed
ফেসবুক পেজ- Md Ejaj Ahamed, a poet
ইজাজ্যান কবিতা – Ejajan poem (ইজাজীয় কবিতা): পনেরো পংক্তির কবিতা। পাঁচ পংক্তির তিনটি স্তবক। মিলবিন্যাস-রীতি হল – ক খ ক খ ক, ক খ ক খ ক, ক খ ক খ ক।
সাহিত্যের পাড়া
মোঃ ইজাজ আহামেদ
আকাশের নীল মাঠে
খেলা করছে শুভ্র মেঘেরা
আমি বেড়িয়েছি অপরাহ্ন ভ্রমণে
একা একা
ভাবনারা ডানা মেলে উড়ে আসছে আমার মনের দিগন্তে
মন বলল চলো উড়ে বেড়ায় তাদের সাথে
আমি বললাম আজ উড়তে চাই না
চলো হেঁটে বেড়ায় সাহিত্যের পাড়াতে
অথবা
খেলি গগনের মেঘের মতো শব্দের সাথে
সে বলল ভ্রমণ করা যাক আজকে
শুরু করলাম হাঁটা
প্রথমে সাক্ষাৎ ঘটলো কবিতার সঙ্গে
তারপর দেখা করতে এলো গল্পরা
তাদের সাথে কথা বলে চললাম প্রবন্ধের বাড়িতে।
মূল্যবৃদ্ধি
মোঃ ইজাজ আহামেদ
লকডাউন সবাইকে বন্দী করে দিয়েছে
আয় পলায়ন করেছে কিছু মানুষ ছাড়া
তবু মুল্যবৃদ্ধি সিংহের মতো হুঙ্কার দিচ্ছে
সন্ত্রস্ত হয়ে পড়েছে গরিব ও মধ্যবিত্তরা
তাদের স্নায়ু দুর্বলতা অনুভব করছে
জিনিসপত্রের মূল্য ক্রমশঃ বেড়ে চলেছে
মাথায় আকাশ ভেঙে পড়তে দেখছে তারা
তবে অনলাইনে ধনীরা জোয়ারের মতো ফুলে ফেঁপে উঠছে
আর অসহায় হয়ে তাকিয়ে আছে দুর্বলরা
চোখের তারায় স্বপ্নরা আয়নার মতো চুরমার হয়ে নামছে
তাদের ভবিষৎ পথে পড়ে মার খাচ্ছে
আর রক্তাত্ব মন করছে কান্না
চোখে বর্ণান্ধতা হাঁটছে
নষ্ট হচ্ছে রক্ত কণিকা
এটাই তাদের পৃথিবী আর এই পৃথিবীর সঙ্গে থাকতে হচ্ছে
তারা হাঁটছে
মোঃ ইজাজ আহামেদ
আকাশে তারারা হাঁটছে
নীচে হাঁটছে শরণার্থীরা
এক পৃথিবী দুঃখ নিয়ে
একে অপরের দিকে তাকিয়ে আছে তারা
বিস্ময় ভরা নয়নে
মৃদুমন্দ বাতাসের হাত ধরে জ্যোৎস্না হাঁটছে
কাঁটাতারের বেড়ায় কিংবা জলসীমায় পা বাড়াচ্ছে শরণার্থীরা
এক টুকরো স্বপ্ন সাথে নিয়ে
একটু সুখী-জীবনের স্বাদ পেতে কিংবা
প্রাণহানির তাড়া থেকে বাঁচতে
সীমান্তরেখায় আটকে পড়ছে অনেকে
অনেকে আবার গুলিবিদ্ধ হচ্ছে কিংবা
সলিল-সমাধি জোর করে তাদের কাছে নিয়ে যাচ্ছে
সহস্র আলোকবর্ষ-পথ অতিক্রম করে তারা
পাড়ি দিচ্ছে অকালে না ফেরার দেশে
ছদ্মবেশ
মোঃ ইজাজ আহামেদ
ছদ্মবেশী বন্ধুরা আপনার সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে
আপনার চারপাশে ঘুর ঘুর করছে মৌমাছির মতো
গিরগিটির মতো রঙও পাল্টাচ্ছে
ভাবছে আপনি পারছেন না বুঝতে অত
কেননা নীরব হয়ে আছেন গাছের মতো কিংবা বোবার মতো হয়ে
আপনি থাকতে চাইছেন সরলভাবে
শিশুর মতো
কিংবা সহ্য করে চলেছেন সম্পর্ক চাইছেন না খারাপ করতে
তারা ভাবছে সেটা আপনার দূর্বলতা প্রকৃতপক্ষে তা তাসের ঘরের মতো
ভেঙে পড়তে পারে নিমেষে
চারিদিকে ছল চাতুরী ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে
তাদের প্রভাব প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরের মতো
তারা দাপিয়ে বেড়াচ্ছে মানুষের মনের পৃথিবীতে
ঝড়ের মতো
আমার বিশ্বাস সময়ের বিবর্তনে তারাও একদিন বিলুপ্ত হয়ে যাবে
এক পৃথিবী দুঃখ
সুন্দর শব্দ বন্ধ
অনেক অনেক শুভেচ্ছা
উড়ে বেড়ায় আর হেঁটে বেড়ায় নাকি দুটোই বেড়াই হবে?
সুন্দর মনোমুগ্ধকর কবিতা