GlobalNewz.online, kolkata
11th Jul 2023, Tuesday,
বিজয়ের আবিরে থাকুক শান্তি ও উন্নয়নের বার্তা
গত ৮ ই জুলাই সারা বাংলায় অনুষ্ঠিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ অবধি দেখা গেছে বিভিন্ন ধরনের বিঘ্নকর ঘটনা,মারামারি,দাঙ্গা, রাজনৈতিক হিংসাত্মক পরিস্থিতি।যার ফলে রাজ্যের বিভিন্ন জেলার কিছু মানুষও আহত ও নিহত হয়েছেন।ভোট কর্মীর পাশাপাশি এমনকি যাঁরা নিরাপত্তা দিতে এসেছেন সেই রাজ্য পুলিশও নিরাপত্তাহীন হয়ে গেছেন।এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সেভাবে মোতায়েন করা হয়নি।এর ফলশ্রুতি হিসাবে বিভিন্ন এলাকায় তথা বিভিন্ন বুথে এক প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।এসবের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনার এর বিরুদ্ধেও অনেক অভিযোগ উঠেছে।যাইহোক, রক্তস্নাত এই গণতন্ত্রের উৎসবের ফলাফল ১১ ই জুলাই প্রকাশিত হয়েছে।প্রতিযোগিতার নিয়মানুসারে এই ভোট গ্রহণ প্রতিযোগিতায়ও হার-জিত রয়েছে।হার-জিতের এই নিয়মানুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল কোনো কোনো আসনে কম-বেশি জয়লাভ করেছে আবার কোনো কোনো আসনে কম-বেশি পরাজয়ও হয়েছে।তবে দেখা গেছে এই নির্বাচনে প্রথম স্থানে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় স্থানে বিজেপি এবং তৃতীয় ও চতুর্থ স্থানে বাম, কংগ্রেস সহ আইএসএফ পার্টিও রয়েছে।এছাড়াও কিছু কিছু বুথে জয় লাভ করেছে নির্দল পার্থীরাও।যাঁরা বিজয়ী হয়েছেন সবাইকে জানাই গণতান্ত্রিক শুভেচ্ছা ও সাংবিধানিক অভিনন্দন।এর পাশাপাশি যাঁরা পরাজিত হয়েছেন তাঁদেরকেও জানাই গণতান্ত্রিক শুভেচ্ছা,কারণ আপনারা গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করেছেন তার জন্য।এই ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের বিজয়ী প্রার্থী সহ কর্মীরা আবিরের খেলায় মেতে উঠেছেন।গণতন্ত্রের এই উৎসবে আকাশে-বাতাসে মিশে গেছে সবুজ,গেরুয়া,লাল সহ অন্যান্য আবিরের রঙে।তবে এই আবির খেলায় থাকুক সৌজন্যতা, শান্তির এবং উন্নয়নের বার্তা। এই বিজয় হোক আনন্দের। এই আবির ছড়িয়ে পড়ুক গণতন্ত্রের আকাশে ও বাতাসে; রক্তের সাথে মাটিতে যেনো না মিশে।তাই সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য ও দায়িত্ব হল এই রাজনৈতিক বিজয় উৎসবকে হিংসার,মারামারি এবং বিঘ্নকর ঘটনার কলঙ্ক থেকে মুক্ত রাখা।তাই বলি, ‘রাজনৈতিক জয় হোক যার যার কিন্তু শান্তি থাকুক সবার।
(লেখক জয়দেব বেরা, তরুণ কবি,সমাজকর্মী, প্রাবন্ধিক, গেস্ট লেকচারার এবং সাহিত্য পত্রিকার সম্পাদক)