গোঠা প্রাথমিক থেকে ক্লাস ফোর পাস করে বিদায় নিয়েছে তাদেরকেও ডেকে পুর্নমিলন উতসব পালিত হলো
নিজস্ব প্রতিনিধি, সুতি
9th March 2023, Wednesday
Global Newz
সুতি একের গোঠা প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছিলো বার্ষিক অনুষ্ঠান। যেখানে নবীন ছাত্র ছাত্রীদের সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য নবীন বরন অনুষ্ঠিত হলো। আর যারা গোঠা প্রাথমিক থেকে ক্লাস ফোর পাস করে বিদায় নিয়েছে তাদেরকেও ডেকে পুর্নমিলন উতসব পালিত হলো বসন্ত উতসবের বাতাবরনে রঙের খেলায়।
আজকের অনুষ্ঠানে গোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত দত্ত মহাশয় ও তার সহযোগী শিক্ষক শিক্ষিকা কতগুলি অভিনবত্ব বিষয়ের উপস্থাপনা করেছেন। ছাত্র ছাত্রীদের বিভিন্ন পুরষ্কারের মধ্যে প্রতি ক্লাসের সাবথেকে সুন্দর হাতের লেখার জন্য পুরষ্কার , পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্কুলে আসার জন্য স্টুডেন্টদের পুরষ্কার, বিদ্যালয়ে সবথেকে বেশী Attendance থাকা ছাত্র ছাত্রীদের পুরষ্কার প্রদান যা প্রতিটি ক্ষেত্রেই ছাত্র ছাত্রীদের আগামীদিনে উতসাহ বাড়বে।
শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এরফলে সকল স্টুডেন্ট ছোটো থেকেই হাতের লেখার উপর জোর দেবে। সব সুটেন্ড পরিষ্কার স্কুল ইউনিফর্ম পড়ে, নখ কেটে, চুল আঁচড়িয়ে, জুতো পড়ে প্রতিদিন বিদ্যালয়ে আসবে। এধরনের উদ্যোগ বিদ্যালয়ে স্টুডেন্ট Attendence বাড়াবে। প্রধান শিক্ষকের প্রচেষ্টায় বিগত দিনে ভোটের মাধ্যমে শিশু সংসদ নির্বাচন হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ‘স্কুল চলো’ কর্মসূচিতে অংশগ্রহন করতে দেখা গিয়েছে এই বিদ্যালয়ের টিচারদের। এছাড়াও MDM SHG দেরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিদিন রান্না ও পরিবেশনের জন্য সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলো বিদ্যালয়ের দুটি স্টুডেন্ট House এর নাটক। একটি House মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরলো জলসংরক্ষনের মতো বিষয়কে। আরেকটি House অভিনয় করলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার নাটকটি।
প্রথমবার অভিনয় করে উপস্থিত সকলের মন জয় করে নিয়েছে গোঠা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে তাদের মেন্টর শিক্ষক শিক্ষিকারা।
প্রধান শিক্ষক অমিত দত্ত মহাশয়ের মুখে শোনা গেলো ক্লাসরুমে পড়াশোনায় তুলনামূলক কম মনোযোগী কিন্তু অভিনয়ে দক্ষ ছাত্র ছাত্রীগুলোর মাধ্যমে এই মূকাভিনয় নাটকটি উপস্থাপনা করা হয়েছে। তাদের Co Curricular Activity কে তুলে ধরা হয়েছে। এভাবে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রী দের সাংস্কৃতিক প্রতিভাকে বিকশিত করার চেষ্টা চালাচ্ছেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। তার বিশ্বাস ছাত্র ছাত্রীদের পড়াশোনায় এভাবে আরো মনযোগী করে তুলতে পারবেন ও উপস্থিতির হার আরো বাড়বে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত মহাশয়, শিক্ষাবন্ধু সুমন্ত ঘোষ ও এডুকেশন সুপারভাইজার ফিলিপ আলি সহ অন্যান্য ব্লকস্তরীয় সুধীজন ও অতিথিবর্গ। অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত মহাশয় বলেন সুতি ১ চক্রের বিভিন্ন বিদ্যালয়গুলিতে আনন্দ পরিসর ক্লাসের মাধ্যমে শিশুদের অন্তর্নিহিত বিভিন্ন সাংস্কৃতিক সত্ত্বার দিকগুলিকে বের করে নিয়ে আাসার যে কর্মযজ্ঞ চলছে তা অনেকখানি সফলতা পেয়েছে গোঠা প্রাথমিক বিদ্যালয়ে আজকের অনুষ্ঠানে ছাত্র ছাত্রী অভিনীত দুটি নাটকে। মূকাভিনয়ের মাধ্যমে জলসংরক্ষন কে তুলে ধরার জন্য ভূয়সী প্রশংসা করেন অরিন্দম দত্ত মহাশয়। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমের ফসল ছাত্র ছাত্রী অভিনীত জুতো আবিষ্কার নাটকটি। গত ৬ ই মার্চ সুতি ১ চক্রের সাদিকপুর অঞ্চলের সেরা বিদ্যালয়ের পুরুষ্কার ‘সাফল্য স্বীকৃতি সম্মাননা ২০২৩’ পেয়েছে ২৭ গোঠা প্রাথমিক বিদ্যালয়।