নিজস্ব প্রতিনিধি, সুতি
8th March 2023, Wednesday
Global Newz
সুতি: ৬ই মার্চ ২০২৩,
ইংরেজি কবিতা লেখনী প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হলেন ভারতীয় তিন কবি
আমাদের প্রতিবেশী দেশ ভুটানের ওয়ার্ল্ড লিটারারি ফোরাম ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর পর পুনরায় ইউরোপের ইতালির একটি প্রথম সারির অনলাইন ও অফলাইন ম্যাগাজিন World Literary Art Impressions আয়োজন করেছিল Universal Poetry Cup 2023 শিরোনামে একটি অনলাইন ইংরেজি কবিতা লেখনী প্রতিযোগিতার। তবে এই দুটো সংস্থার কবিতা প্রতিযোগিতার ধরন ছিল একেবারেই আলাদা রকমের। প্রথমটি তাদের প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী কবি নির্বাচন করে তাদের ফেসবুক ওয়ালে কবিদের দেওয়া কবিতার উপর পাঠকদের সর্বাধিক লাইকের ভিত্তিতে। কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ ইতালির ম্যাগাজিনটি তাদের প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করে একদল দক্ষ বিচারক মন্ডলীর সাহায্যে কবিতার লেখনশৈলী ও কবিদের মেধার উপর ভিত্তি করে এবং এখানে কবিদের কবিতা লেখার বিষয় ছিল ‘পিচ’ বা শান্তি। আর তাদের বিচারক মন্ডলীর বিচারে এই বিশ্বকাপ কবিতা প্রতিযোগিতায় গত ৪ঠা মার্চ ২০২৩ উইনার হিসাবে নির্বাচিত হন আমাদের দেশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার অধীনস্থ পিপঁড়াপুড়ি নামক গ্রামের বহু আন্তর্জাতিক সম্মাননায় সম্মানীত কবি ও সাহিত্যিক ইমদাদুল ইসলাম।
প্রথম রানার্স আপ নির্বাচিত হন যৌথভাবে রোমানিয়ার মহিলা কবি বগডানা গেগানু ও সার্বিয়ার মহিলা কবি এলজুবা জেজেলজ পেরকোভিক এবং দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হন ভারতের মুর্শিদাবাদ জেলারই সুতি থানার অধীনস্থ মহেন্দ্রপুর গ্রামের বহুবিধ আন্তর্জাতিক সম্মাননায় মাম্মনিত কবি, সাহিত্যিক, সম্পাদক, সাংবাদিক মোঃ ইজাজ আহামেদ ও বেলারুশের মহিলা কবি লাইউডমিলা সাদভস লায়া যৌথভাবে। এবং তৃতীয় রানার্স আপ হলেন ভারতের হায়দ্রাবাদের কবি অশোক কুমার চক্রবর্তী থোলানা।
প্রসঙ্গত উল্লেখ্য যে কবি মোঃ ইজাজ আহামেদ ও ইমদাদুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মধ্য প্রাচ্যের Elite Arab Creative Union দ্বারা Global peace maker Honorary Doctorate সম্মাননাতেও সম্মানীত হিসাব বিবেচিত হন।