ছয়টি CRC (গ্রাম পঞ্চায়েতের) এর সেরা বিদ্যালয়কে ‘ সাফল্য স্বীকৃতি সম্মাননা ২০২৩’ প্রদান করা হলো। সুতি ১ ব্লকের আহিরনের ৪৯ ঘোড়াপাখিয়া, সাদিকপুরের ২৭ গোঠা, নুরপুরের ৪৪ উত্তর নয়াবাহাদুরপুর, বহুতালির ৩ সিধোরী, বংশবাটির ২০ আলুয়ানী, হারোয়ার ৯ নং হারোয়া প্রাথমিক বিদ্যালয় এবছর এই সম্মাননা পেলো। সকল বিদ্যালয়কে, শিক্ষা ও সামাজিক মানোন্নয়নের জন্য উতসাহ দিতে এই অনুষ্ঠান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি ১ ব্লকের সম্নানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ. এম. রিয়াজুল মহাশয় ও সুতি ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী অরিন্দম দত্ত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সুতি ১ চক্রের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।
চক্রের দশজন Retired শিক্ষক শিক্ষিকাকে ‘বিদায়ী সংবর্ধনা’ প্রদান করা হলো। এবার পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষিকাদেরও এই সংবর্ধনা দেওয়া হলো। এরমধ্যে তিনজনের পরিবারের সদস্যদের হাতে ‘মরনোত্তর বিদায়ী শ্রদ্ধাঞ্জলি’ তুলে দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের জেলাস্তরীয় খেলায় সুতি ১ চক্রস্তরীয় কৃতি ছাত্রী নেহা দাসকে সংবর্ধনা দেওয়া হলো। এবছর এই খেলায় সুতি ১ ব্লকের ৫৩ আহিরন জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নেহা ১০০ মিটার রানে দুরন্ত গতিতে ছুটে তৃতীয় স্থান দখল করে। খেলায় তাকে উতসাহ দিতে তাঁর হাতে Sports সামগ্রী তুলে দেন Suti 1 BDO সাহেব। মেডেল ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান Suti 1 Circle SI of School সাহেব।
শেষে ২৭ গোঠা প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচা দের ‘ ওরে গৃহবাসী ‘ গানের ছন্দে নৃত্যানুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আবির খেলায় সকলে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষে Scool SI অরিন্দম দত্ত মহাশয় জানান শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষাগত সার্বিক উন্নয়নে উতসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠান করা হলো। বি ডি ও H.M.Riajul মহাশয়ও শিক্ষক শিক্ষিকাদের সকলকে Encourage করেন ও বিদ্যালয়ের মানোন্নয়নে তাদের পাশে থাকার আশ্বাস দেন ও বসন্ত উতসবের প্রাক্কালে রঙ খেলায় অংশগ্রহণ করেন।