ব্লক স্তরে আইনি সহায়তা প্রদান ও তার বিভিন্ন পরিসেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা
নিজস্ব সংবাদদাতা, সুতি
21 February 2023
আইনের ফাক ফোকর অনেক সময় বুঝতে পারে না সাধারণ মানুষ। এর ফলে নানান রকম সমস্যায় পড়তে হয়। এইসব জটিল আইন কে আরও সহজ থেকে সরলতর করার লক্ষ্যে আজ ব্লক স্তরে আইনি সহায়তা প্রদান ও তার বিভিন্ন পরিসেবার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।। এইসঙ্গে একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদের সুতি এক ব্লকের কমিউনিটি হলে। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহকারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জেলা থেকে আগত জেলা লিগাল সার্ভিস অথরিটির প্রতিনিধিগণ অসংখ্য আইনজীবী মহকুমারী গার্লস সার্ভিস অথরিটি কমিটির সদস্যরা এবং অ্যাকশন ইউনিসেফের প্রতিনিধিরা।
এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করেন অ্যাকশান এইড সহযোগিতায় শুধু এক নম্বর ব্লক প্রশাসন। যৌথভাবে সহায়তা করে আহরণ ও ডি এল এস এ এস ডি এল এস এ জঙ্গিপুর মুর্শিদাবাদ। উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন রকম আইনি সুযোগ-সুবিধা এবং অসুবিধা নিয়েও আলোচনা করেন। কোথায় গেলে সমস্যার সমাধান এবং প্রতিকার পাওয়া যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা স্থানীয় লোকজন এবং বিশেষ করে কিশোর-কিশোরীরা। স্থানীয় কোন সমস্যা নিয়ে যদি আইনি সহায়তা নিতে হয় সে ক্ষেত্রে কি করা উচিত সেই সম্পর্কে উকিল বাবুরা বিস্তারিত বর্ণনা করেন। যাতে এই ধরনের সভা আরো বেশি করে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে কিশোর কিশোরী থেকে স্থানীয় মানুষজন আবেদন জানান লিগাল এইদ সার্ভিসের সদস্যদের কাছে।