পরিবারে অভাব ছিল নিত্য সঙ্গী তাই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে তামিলনাড়ুতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। অন্যান্য শ্রমিকদের সঙ্গে মুর্শিদাবাদের সুতির মদনা গ্রামের বাসিন্দা সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিকের কাজ করতে তামিলনাড়ুতে ছুটে গিয়েছিলেন।
কিন্তু সেখানে গিয়ে এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। বাড়িতে আসার কথা থাকলেও সশরীতে বাড়িতে না এসে কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছায়। এদিকে বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। সুতির মদনা গ্রামের বাসিন্দা সামিরুল ইসলাম এর বাবা ফাইজউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ। এখন কি করবেন একমাত্র ছেলেকে হারানো এই পরিবার তা ভেবে দিশাহারা।
আজ তাদের বাড়িতে পৌঁছে গেলেন সুতি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক। সেখানে গিয়ে তিনি বাড়ির প্রতিটি সদস্যদের সঙ্গে কথা বলেন সমবেদনা জানান এবং তাদের সান্তনা দেন। পাশাপাশি সরকারিভাবে সমস্ত সাহায্য করবেন বলেও আশ্বাস দেন। এদিন বিডিওকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।