মুর্শিদাবাদের সকালে আবারো ত্রাস সৃষ্টি করল আয়কর দপ্তর। ঘড়িতে তখন সাতটা বেজে দশ মিনিট এমন সময় বেশ কয়েকটি গাড়িতে করে আয়কর দপ্তরের আধিকারিকরা ধুলো উড়িয়ে এসে পৌঁছলেন সুতির অরঙ্গাবাদে। মাত্র কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক জাকির হোসেনের বাড়িতে ঠিক এভাবেই পৌঁছে গিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আবার বুধবার সকালবেলায় মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হানা।
যদিও এবারে কারোর বাড়িতে নয় বরং বিড়ি সংস্থার অফিসে। ঔরঙ্গাবাদ এর পতাকা বিড়ি কোম্পানি অফিসে সকালবেলায় হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রথমে নিশ্চিদ্র নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ঢেকে ফেলা হয় গোটা চত্বর। পতাকা বিড়ি ফ্যাক্টরি ভিতরে এবং বাইরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এখনো পর্যন্ত চলছে তল্লাশি। এদিকে জানা গিয়েছে সকাল থেকেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে বিড়ি শ্রমিকদের তারা ফ্যাক্টরি বাইরে অপেক্ষা করছেন কখন সুরাহা হবে।
বিড়ির মুন্সীরা এসে অপেক্ষা করছেন তাদের দাবি এভাবে কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে তাদের ভিতরে ঢুকতে দেওয়া হোক। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। প্রচুর মানুষ এসে ভিড় জমিয়েছেন যদিও আধিকারিকরা সাংবাদিকদের সামনে কিছুই বলেননি।