পো সুতি সুতিএবার কৃষকদের সতর্ক বার্তা প্রদান করল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দপ্তর।
৪ঠা নভেম্বর ২০২২,
শুক্রবার, সুতি:-
আপনি কি কৃষক! ধান বা গম চাষ করেন!
তাহলে আপনার জন্য সরকারের পক্ষ থেকে আপনাকে একটি সতর্ক বার্তা প্রদান করা হয়েছে।
এই সতর্ক বার্তা এড়িয়ে গেলেই হতে পারে আপনার জরিমানা।
আর এই সর্তক বার্তা সরাসরি পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে সকল ধান বা গম বা অন্য কোনো ফসল চাষীদের অর্থাৎ শুধু মাত্র চাষীদের জন্যই প্রদান করা হয়েছে।
মুরশিদাবাদ জেলার সুতি -১ ব্লকের কৃষি বিভাগের পক্ষ থেকে রেলির মাধ্যমে সকল চাষীদের সতর্ক বার্তা প্রদান করা হয়।
কি এই সতর্ক বার্তা চলুন জেনে নিই।
পশ্চিম বঙ্গ সরকার চাষের জমিতে বেশ কিছু কার্যকলাপ করার নিষেধাজ্ঞা দেয়।
আর এই নিষেধাজ্ঞা গুলি হলো,
খড় ও নাড়া পোড়ানো কোন ভাবেই যাবেনা কারণ, পরিবেশ বিভিন্ন ভাবে ক্ষতি হয়, যেমন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোয়া-ছাই কণা উৎপন্ন হয়, পাশাপাশি জৈব পদার্থ, উদ্ভিদ খাদ্য, মাটির উপকারী জীবাণু পুড়ে নষ্ট হয়ে যায়।
খড় পড়ালে প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, ছাই, সালফার ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এরোসল কণা ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়।
এক ইঞ্চি গভীরতা পর্যন্ত মাটিতে উপস্থিত উপকারী জীবাণু এবং মাটিতে বসবাসকারী কেঁচো হ্রাস পেয়ে পরবর্তী ফসলের পরিশোষনে সমস্যা দেখা দেয়।
সুতি-১ কৃষি বিভাগের পক্ষ থেকে সকল সরকারি কর্মচারী পঞ্চায়েত সমিতির সদস্য ও বেশ কিছু কৃষকদের নিয়ে এই সতর্কবার্তার অভিযান চালাই।
পাশাপাশি সুতি-১ ব্লক আধিকারিক এইচ এম রিয়াজুল হক তিনি উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে ব্লক কৃষি বিভাগের প্রধান এমডি মুখলেসুর রহমান জানান যে, কৃষক ভাইয়েরা সজাগ না থাকলে কিংবা নিয়ম মেনে না চললে সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তা বা জরিমানা কিংবা শায়েস্তা ও জরিমানা উভয়ই হতে পারে।
এছাড়াও ব্লক উন্নয়ন আধিকারিক এইচএম রিয়াজুল হক পরিবেশ কে দূষণের হাত থেকে রক্ষা করার পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধির রক্ষণাবেক্ষণের জন্য সকলের ঐক্যবদ্ধের আহ্বান জানিয়েছেন। কৃষকদের খর ও নাড়া ফোড়ানোর উপর নিষেধাজ্ঞার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দপ্তর