কবিতা-টাটকা কিছু হোক, কবি-মনীষা কর বাগচী
SPECIAL CORRESPONDENT, Globalnewz.online,
KOLKATA, THURSDAY, 3RD NOVEMBER,2022,
কবি পরিচিতি :-
মনীষা কর বাগচী (Manisha Kar Bagchi) এখন দিল্লির বাসিন্দা।। শৈশব কৈশোর কেটেছে সবুজে শ্যামলে ঘেরা নদীয়া জেলার একটি গ্রামে।
স্কুল থেকে লেখা লিখি শুরু। কিন্তু কাউকে বুঝতে দেয় নি স্বপ্ন ভরা মেয়েটি। লজ্জা লাগত। লোকে কি বলবে সেটা ভেবেই সম্ভবত। কত লেখা এভাবে হারিয়ে গেছে। ফেসবুকে আসার পর লেখাটা নিয়ে ঠিক মত মাথা ঘামানো শুরু। কবিতা লেখার পিছনে সেজোকাকা কবি নিশিকান্ত বাগচীর অবদান সবথেকে বেশি। ওনার উৎসাহ না পেলে এতদূর আসা সম্ভব ছিল না বলেই কবির বিশ্বাস। দেশে বিদেশে অসংখ্য ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়। কোথায় কোথায় লেখা বের হচ্ছে সব সময় তার হিসাব রাখা সম্ভব হয় না। হরিচাঁদ ঠাকুরের গান লিখবেন ভাবেননি কোনোদিন। শ্রদ্ধেয় কাকু বিরাট বৈরাগ্যের সহায়তায় ঠাকুর নিজেই কবিকে দিয়ে লিখিয়ে নিলেন গান।
এ পর্যন্ত কবি মনিষার আটখানা গ্রন্থ প্রকাশিত হয়েছে। দুখানি কাব্যগ্রন্থ খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আরো লেখা চলছে।
২০২১ সালে পশ্চিমবঙ্গে, ভারতের বিখ্যাত ” Zodiak Muzik ” রেকর্ডিং কোম্পানির গীতিকার নেবার অডিশনে বাংলা ভাষা গীতিকার কম্পিটিশনে পাস করা মাত্র ১৫ (পনের) জনের মধ্যে একজন।
গ্রন্থগুলির নাম :–
১) নীল দিগন্ত ,২) চোখের কোণে জল, ৩) নূতন ভোর ,৪) বসন্তরেণু, ৫) শিউলি বেলার সুর, ৬) বিবর্ণ বনলতা, ৭) তপন বাগচী গভীর অনুধ্যান, ৮) স্বপ্ন সফর (গল্প বই)
***প্রকাশিতব্য কাব্যগ্রন্থ
১) শিমুলরঙা সূর্য, ২) দেখা হত যদি
টাটকা কিছু হোক
সেই কবে একদিন বলেছিলে
“ভালোবাসি”
ফুল ফুটেছিল
প্রজাপতি মেলেছিল পাখা
রামধনু ছড়িয়েছিল রং!
সে তো অনেক পুরনো কথা
কেমন আবছা আবছা
আলো আঁধারের সঙ্গমস্থলে…
টাটকা কিছু হোক!
এমন কিছু হোক যেন ট্যাটো হয়ে লেগে থাকে প্রেমশরীরে।
মুগ্ধতা, তীব্রতা, মোহনীয়তা ঝরে পড়ুক
নীল দরিয়ার দুকূল জুড়ে..
……………………………………………………………………..
অসংখ্য ধন্যবাদ