সুতি, মোঃ ইজাজ আহামেদ ;-
২১ জুন, অরঙ্গাবাদ: অকালে মৃত্যুবরণ করলেন সুতির মহাতাবপুরের কবি ও সমাজকর্মী মহাম্মদ রাকিম সেখ। তিনি সাহিত্যজগতে ‘ভ্রমর’ নামে পরিচিত ছিলেন।
তিনি ১৯৮২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র ৩৯ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি দিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন এবং সেই সমস্যা সমাধানের জন্য বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
অপারেশনের কয়েক ঘন্টা পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং অবশেষে মৃত্যুবরণ করেন। তিনি অপারেশনের আগে ফেসবুকে লাইভ এসে সকলের কাছে বার্তা দেন যে যদি কেউ তাঁর দ্বারা দুঃখ পায়, যেন ক্ষমা করে দেন তাকে। মঙ্গলবার তাঁর গ্রামে কবরস্থ করা হয়। অসংখ্য লোক তাঁর জানাজায় উপস্থিত হন।
তাঁর অকাল প্রয়াণে এলাকায় ও কবি-সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে সম্মানিতও হয়েছেন। তিনি মোঃ ইজাজ আহামেদ সম্পাদিত ‘কবিতার অরণ্য’ সংকলনে ও স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকায় কলম ধরেছিলেন।