সাগরদিঘি, সাহিদা খাতুন ;-
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লক এর বন্নাস্বর অঞ্চলের প্র্তন্ত একটি গ্রাম বেলাইপাড়া এই গ্রামেরই একজন নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলে *সেলিম পন্ডিত Rampurhat কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, যে মাত্র 21 বছর বয়সে চারখানা ইংরেজি ভাষায় বই লিখে ফেলেছেন যার বই ভারতবর্ষ ছাড়া সারা বিশ্বে সাড়া ফেলেছে।
যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স ইটালি এছাড়াও বিভিন্ন কান্ট্রি তে তার লেখা বই স্প্রেড করে চলেছে। তার বই ভারত বর্ষ ব্যতীত 64 টি কান্ট্রিতে এভেলেবেল হয়েছে।
এছাড়াও তার বই সোশ্যাল ডিসক্রিমিনেশন ইন্টার ন্যাশনাল লাইব্রেরী ওয়ার্ল্ডক্যাট নামক ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তার লেখা বই গুলি হল broken heart experience’s. heavenly love. Social discrimination. এবং তার নতুন বই the survivor আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়েছে।
একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজের জেদ এবং প্রতিভাকে কাজে লাগিয়ে আজ সে আন্তর্জাতিক স্তরে বই লিখছেন। এটি হয়তো সকল যুবক এবং ইয়াং জেনারেশন এর জন্য অনুপ্রেরণা জোগাবে ।তার সমস্ত বই একটা কমন সিকোয়েন্স লক্ষ্য করা যায় যে সমাজ থেকে বৈষম্যতা মেটাতে হবে।
তার বই গুলির মাধ্যমে এই বার্তা বহন করে যে আমাদের বৈষম্যতা দূরীকরণ করতে হবে। তার বই গুলো প্রকাশ করার সময় বিশেষভাবে অনুপ্রেরণা জাগিয়েছেন সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা মহাশয় এবং সাগরদিঘী ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কিসমত আলী মহাশয়।