নিজস্ব প্রতিনিধি, বহরমপুর
নারীদের আত্মমর্যাদা সহ বিভিন্ন অধিকার অক্ষুন্য রক্ষার্থে ব্লক প্রশাসন কে ডেপুটেশন দিলো রোকেয়া নারী উন্নয়ন সমিতি । আজ 22 এ জুন অর্থাৎ বুধবার আর এই দিনেই বহরমপুর এবং ভরতপুর এক ব্লকে একগুচ্ছ দাবি নিয়ে ব্লক প্রশাসন কে ডেপুটেশন দিলো রোকেয়া নারী উন্নয়ন সমিতি।
আর এই দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো দুয়ারে মদ নিষিদ্ধ করতে হবে, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, স্বামী পরিত্যাক্ত্যা , তালাকপ্রাপ্তা , নির্যাতিতা অসহায় ও দুস্থ নারীদের সরকারি প্রকল্পগুলি বাস্তবায়িত করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে হবে, বিধবাদের সঠিক সময়ে ভাতা প্রদান করতে হবে।
এই দাবিগুলো ছাড়াও আরো অনেক গুলি দাবী রয়েছে এই ডেপুটেশনে । এই কর্মসূচিতে যোগদান দেন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সকল সদস্যাবৃন্দ।