একান্ত নিজের জগৎ কলমে সুপ্রীতি বিশ্বাস হালদার.
Special Correspondent,
Global Newz, Kolkata,
একান্ত নিজের জগৎ
সুপ্রীতি বিশ্বাস হালদার
________________________
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত,
———————————
খুব যত্ন করে
সাড়ে ছয় হাত জমির উপরে
কল্পতর বৃক্ষ লাগিয়েছি,
সেই বেড়ার চারিদিকেই ঘেরা,
মাত্র একটি কাত হয়ে ঢোকার পথ।
সে পথের পাহারাদার রেখেছি সচেতন বিবেক, আর মনুষ্যত্বকে।
একান্তে কথা হয়
সচেতন বিবেক বুদ্ধি ও মনুষ্যত্বের সাথে।
আজীবনে কেউ ছুঁতে পারেনা কল্পতরুকে।
এ জীবনে যত কিছু কথা অজানা অচেনা স্মৃতি মুহূর্ত অভিজ্ঞতা
বাঁশের দরমার ভাজে আটকানো।
বলা হয়নি, জানতে পারিনি কেউ আজও এ-জীবনে।
শুধু জানে কল্পতরু আর পরমেশ্বর দীন দয়াময়।
দু চোখের জলের ধারায়
যত অভিযোগ অভিমান আক্ষেপ
সমর্পণ করেছি তারই কাছে।
আজও অব্যক্ত কথা সযতনে
কল্পতরু প্রধানমূলের বিটপে।
————————————-
About the poetess :–
সুপ্রীতি বিশ্বাস হালদার (Supriti Biswas Haldar, poetess, India.), পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত লোকসংগীত শিল্পী, কলা বিভাগে স্নাতক, স্বাস্থ্যকর খাদ্যর তৈরির উপরে ডিপ্লোমা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত, আকাশবাণী কলকাতায় গল্পদাদুর আসর থেকে পথ চলা শুরু সাহিত্যে জগৎতে, বহু ইন্টারনেট ও মুদ্রিত পত্রপত্রিকায়া লেখেন। বিভিন্ন যৌথ সংকলনে লেখা আছে। একক কাব্যগ্রন্থ বেরুবে, প্রস্তুতি চলছে।
……………………………..