সুতির ছাত্র জেলায় প্রথম হয়ে তাক লাগলো।
সুতি : নিজস্ব প্রতিনিধি,
আজ শুক্রবার অর্থাৎ ১০ ই জুন আর আজকেই পশ্চিম বঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে।
এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার সাথে সাথে মুর্শিদাবাদের সুতিতেও আনন্দেরজোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
জানা গেছে যে সুতির ঔরঙ্গবাদ উচ্চ বিদ্যালয়ের প্রণীত কুমার দাস সারা রাজ্যে ষষ্ঠ স্থান দখল করে তাক লাগিয়েছে।
পরিবারে আনন্দের বন্যা বইছে। প্রণীতের বাবা যে পড়াশোনা করার ব্যাপারে প্রশ্ন করা হলে উত্তরে জানান যে প্রণীত কে কখনো পড়ার জন্য কিছুই বলতে হতো না অর্থাৎ প্রণীত খুবই মনোযোগ দিয়ে পড়ত।
পাশাপাশি প্রণীত কে জিজ্ঞাসা করলে সে জানায় যে কখনও ভাবেনি যে এই রকম পরীক্ষার ফলাফল হবে। সারা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করার সাথে সাথে সমগ্র জেলা জুরে প্রথম স্থান অর্জন করে।