বিশেষ প্রতিবেদক, পূর্ব মেদিীপুর।
Global Newz
“RG Kar প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, সেই ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতা তরুণী!”- এই বিষয়ে সমাজচিন্তক জয়দেব বেরার অভিমত
“RG Kar প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, সেই ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতা তরুণী!(অর্ণব দাস, বারাকপুর: Published:September 16, 2024 7:14 pm,সংবাদ প্রতিদিন)” – এই ঘটনাটি নিয়ে সমাজতত্ত্বের শিক্ষক ও তরুণ সমাজচিন্তক এবং লেখক জয়দেব বেরা যে অভিমত জানিয়েছেন, “এই ঘটনাটি শুনে সত্যিই খুব খারাপ লাগলো।যারাই সুরক্ষার জন্য আন্দোলন করছেন,লড়াই করছেন তারাই আবার ভক্ষক হয়ে উঠছেন।একটি বিষয় হল,আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত ধর্ষণ মুক্ত সমাজ গড়ে তোলা।
তার জন্য ধর্ষকদের যাতে আইনিভাবে কঠোর শাস্তি হয় তার জন্য আন্দোলন এর মাধ্যমে আমরা সুবিচারের আশায় সবাই সমবেত হই।কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আন্দোলনটা যাতে কোনো ভাবেই একটা ফ্যাশনে না পরিণত হয়।অর্থাৎ আন্দোলনে গেলাম, চা খেলাম,ফটো তুললাম,সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার জন্য ছবি গুলো দেওয়া,ওখানে ছেলে-মেয়েদের সাথে গিয়ে নোংরামি করা এই সব যাতে না হয় ; আন্দোলন এর মুখ্য উদ্দেশ্য যাতে এই গুলো না হয়।আমাদের আন্দোলন এর উদ্দেশ্য হবে ধর্ষকদের শাস্তির দাবি করা,সুবিচার এর জন্য সমবেতভাবে লড়াই করা।
সবচেয়ে বড় কথা,নিজেদের মনের কাছে সবাইকে প্রতিজ্ঞা করা,যে আমি যেন ধর্ষক নাহই, আমার পরবর্তী প্রজন্মও যাতে ধর্ষক না হয়।নাহলে সবই অর্থহীন হয়ে যাবে।শুনে খুব খারাপ লাগলো,যারাই সংগ্রাম করলো ধর্ষণ মুক্ত সমাজ নিয়ে তারাই আবার সংগ্রাম থেকে বেরিয়ে সংগ্রামী নারীকে ধর্ষণ করলো।তাহলে আমাদের এত দিনের লড়াই ও উদ্দেশ্যগুলো সবই তো অর্থহীন হয়ে গেলো।তাই সবাইকে অনুরোধ মন থেকে আন্দোলন করুন,মন থেকেই আন্দোলনে অংশগ্রহণ করুন নাহলে অংশগ্রহণ করার প্রয়োজন নেই।সর্ব প্রথমে নিজের মনের কাছে আগে নিজেই আন্দোলন করে নিজের চিন্তাভাবনাকে আগে পবিত্র করুন।তানাহলে সব আন্দোলনই বিফলে যাবে।আন্দোলন শব্দটি কলঙ্কিত হয়ে যাবে।আন্দোলনের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি,আন্দোলনের মাধ্যমে আমরা বিপ্লবও এনে দিতে পারি।
তবে সঠিকভাবে,সঠিক পথে এই আন্দোলন করতে হবে।নিজেদের চিন্তাভাবনাগুলোকে আগে সামাজিক ও মানসিকভাবে সুস্থ রাখুন দেখবেন এই সমাজও সুস্থ থাকবে।তাই বলবো, কেবল সমাজকে দেখানোর জন্য আন্দোলন নয়,সমাজকে পরিবর্তন করার জন্যই আন্দোলন করতে হবে।যদিও এই খবরটি যথাযথ সঠিক কিনা তা যাচাই ও তদন্ত করা প্রয়োজন।”