৪৯ ঘোড়া-পাখিয়া ২নং প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো বর্ষ ফল উৎসব।
বিশেষ প্রতিনিধি, সুতি
সুতি ১ চক্রের ,৪৯ ঘোড়াপাখিয়া ২নং প্রাথমিক বিদ্যালয়ের ৫ম বর্ষ ফল উৎসব পালিত হল মহাসমারহে। ২০১৯ সালের ২৭ শে জুলাই বিদ্যালয়ের প্রথম ফল উৎসব অনুষ্ঠিত হয়। সেদিন থেকে প্রতি বছর (কোভিডের ১বছর বাদে) নিয়মিত এই উৎসব একই দিনে অর্থাৎ ২৭শে জুলাই হয়ে আসছে।
বর্তমান সময়ে ফাস্ট ফুড ও প্যাকেট জাত মুখরোচক খাবারের স্বাদে শিশুরা ,ফল হতে বিমুখ। ফাস্ট ফুড ও প্যাকেট জাত খাবার বাচ্চাদের শরীরের ও মস্তিষ্কের ও বিরূপ প্রভাব ফেলছে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য বিপদ।
ধারাবাহিক এই প্রবনতা কে প্রতিহত করতে এবং শিশুদের মধ্যে ফলের গুনগুন ব্যাখ্যা করে তাদের সস্তা মরসুমি ফল খাবার পরামর্শ দেওয়া হয়। শিশুরা এই উৎসব কে বেশ ভাল ভাবেই উপভোগ করে। তাছাড়া প্রতিদিনের মিড ডে মিলের যে সব একঘেয়েমি মেনু যা শিশুদের বিরক্তির কারণ হয়,সেখানে একটি mdm এর মেনুতে নতুনত্ব ও আসে স্বাদ ও পাল্টাই।
আজকের মেনুতে বিভিন্ন মরসুমি ও সারাবছর পাওয়া যায় এমন ফল ছিল। যেমন কাঠাল, আনারস, পেয়ারা, পাতিলেবু, কলা, মুসামবি, খেজুর। আবার কয়েকজন ছাত্র ছাত্রী বাড়ি থেকে আম,আপেল লেবু পেয়ারা সঙ্গে এসেছিল। এছাড়াও আজকের মেনুতে লুচি,পায়েস ছোলার ডাল ও রসগোল্লা ও ছিল।
আজকের উৎসব শুরু হয়েছিল সরবত পানের মধ্য দিয়ে। তার পর ফল নিয়ে শিশুদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও হয়। এই অনুষ্ঠানের বারতি পাওনা, যে বাচ্চাটা কখনও কাঠাল খাইনা সেও বিদ্যালয়ের বন্ধুদের সাথে ২-৪ কোয়া খেয়ে নেই, অর্থাত বিদ্যালয়ে সবার সাথে সব ফলই খাই আনন্দের সাথে।
hiI like your writing so much share we be in contact more approximately your article on AOL I need a specialist in this area to resolve my problem Maybe that is you Looking ahead to see you