দ্রব্য বৃদ্ধি রুখতে সব্জি বাজারে বিডিও ও টাস্ক ফোর্স টিমের হানা।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া
বর্তমানে শাক-সব্জির মূল্য প্রায় আকাশ ছুই ছুই। আর এই মূল্য বৃদ্ধির কারণে প্রায় সকল স্তরের মানুষের কিছুটা হলেও সমস্যা তো দেখা দিচ্ছে। অনেক মানুষও কিন্তু মূখ্যমন্ত্রী কে জানান এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির কথা। জনগণের কথা মাথায় রেখে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস মিট করেন, এবং মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের কথা বলেন।
পাশাপাশি এই পুরো বিষয়টাকে নজর দেওয়ার জন্যও বেশ কয়েকটি টাস্ক ফোর্সের টিমের ও গঠণ করেন, এবং এরই সাথে প্রশাসনকে মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য বাজারে গিয়ে খোঁজ নিতে বলেন এবং নির্দেশ দেন যে কোনও ব্যবসায়ী যেন অতিরিক্ত দ্রব্য মজুত করে না রাখতে পারে সেই দিক ও নজর দেওয়ার কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ মতো টাস্ক ফোর্স টিমের সঙ্গে প্রশাসন বাজার পরিদর্শন করেন। প্রশাসন দোকানদারদের অতিরিক্ত দ্রব্য মজুত রাখতেও বারণ করে।
হাওড়া জেলার উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক কেও দেখা গেল বাজার পরিদর্শন করতে। বিডিও -র পাশাপাশি উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দে কেও লক্ষ্য করা গেল এই বাজারে।
ব্লক অধিকারিক এইচ এম রিয়াজুল হক কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের একটি আদেশ আসে আর এই আদেশ মেনেই আমরা শাক-সব্জির দোকানপাট পরিদর্শন করছি যাতে করে কোনও ব্যবসায়ী বা দোকানদার যেন অতিরিক্ত দ্রব্য মজুত না রাখে পাশাপাশি দ্রব্যের সঠিক মূল্য যেন দোকানদার নেন সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি। প্রায় সমগ্র উলুবেড়িয়া স্টেশন চত্বরে বসা দোকানগুলোতে আমরা গিয়ে পরিদর্শন করলাম বলেও বিডিও এইচ এম রিয়াজুল হক জানান।
———————————————————————————————-