Staff Reporter, Tarikul Sk,
Jangipur, GLOBAL NEWZ
Globalnewz.online,
14th April’2024, Sunday.
সুতির আহিরণ ব্যারাজ মাঠে গণেশ পুজো উদ্বোধনে সুদূর কলকাতা থেকে আগত সুদীপ রাহা।
গণেশ পুজোর উদ্বোধনের মধ্যদিয়ে পলিত হলো পয়লা বৈশাখ।
মুর্শিদাবাদে বেশ কয়েকটি এলাকায় গণেশ পুজো হয়, কিন্তু সুতির আহিরন ব্যারাজ মাঠে গণেশ পুজো মুর্শিদাবাদ জেলার মধ্যে সব চাইতে বড় পূজো মানে জেলার অন্যকোনো জায়গায় এই রকম পূজো আর হয় না।
আজকের এই কর্মসূচিতে যোগ দিতে আসেন মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা খাদ্য কর্মদক্ষ মন্টু রহমান, রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক পারভেজ মোশাররফ, সুতি-১ ব্লকের যুব সভাপতি সুপ্রিয় দাস, সুভাষ লালা, জুয়েল রানা, মিঠু দাস সহ আরও অনেকে।
সুভাষ লালা জানান যে, এই গণেশ পুজো মহারাষ্ট্রের মুম্বাইতে হয়ে থেকে, মানে মুম্বাই শহর ছাড়া অন্য কোনও শহরে এই পূজো লক্ষ্য করা যায় না বললেও ভুল হবে না। তবে আমাদের জেলার মধ্যে সব চাইতে বড় এই গণেশ পুজো উদযাপিত হচ্ছে বলে খুবি ভাল লাগছে। কিছু দিন পূর্বেই ঈদ উৎসব পালিত হয়েছে। তিনিই আরও বলেন যে, মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই শ্লোগান দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
জেলার খাদ্য কর্মদক্ষ মন্টু রহমান বলেন যে, বিগত কয়েক বছর আগে থেকেই আমি এই ব্যারাজ মাঠে গণেশ পুজোতে আসছি এবং আমি এই দিনটির অপেক্ষাতে ও থাকি। পাশাপাশি তিনি রুবিয়া সুলতানাকে অনুরোধ করেন আগামী কালকে পূনরায় আসার জন্য এবং উৎসবের প্রত্যেকটি জিনিসকে পরিদর্শন করার জন্য যাতে করে আগামীদিনে যেন আরও সুন্দর ভাবে গণেশ পুজো উদযাপিত করতে পারে এলাকাবাসী।
সুদীপ রাহা এই মঞ্চ থেকে প্রতিশ্রুতি দেন যে আগামী দিনে যাতে করে মুখ্যমন্ত্রী উপস্থিতি না থাকলেও অনলাইনে অর্থাৎ ভার্চুয়ালি উদ্বোধন করেন তাঁর অনুরোধ জানাবেন।