ভয়াবহ পথ দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, প্রাণে বাঁচল ছোট্ট শিশু।
রিপোর্টার্স তরিকুল শেখ
গ্লোবাল নিউজ জঙ্গিপুর,
৫ ই মার্চ ২০২৪, মঙ্গলবার;
মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু, বেঁচে রইল তাদের ছোট্ট শিশু।
৫ই মার্চ মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের চোখেও জল আসে হ্যাঁ, এতটাই মর্মান্তিক ছিল এই দুর্ঘটনা।
জানা যায় যে, স্বামী স্ত্রী এবং তাদের ছোট্ট বাচ্চা কে নিয়ে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের চিকিৎসা করার জন্য এসেছিল। চিকিৎসা শেষ করে বাড়ি ফেরার পথে ওমরপুর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে মঙ্গলজন এলাকায় তাদের বাইক দুর্ঘটনা হয়। আর এই বাইক দুর্ঘটনায় স্বামী এবং স্ত্রী দুজনেরই ঘটনা স্থলে মৃত্যু হয় এবং সঙ্গে নিয়ে আসা তাদের ছোট্ট শিশু কোন রকমে প্রাণে বেঁচে যায়। স্থানীয় এলাকার লোকজনেরা ছুটে আসে এবং তাদের উদ্ধার করার কাজ করে এবং পাশাপাশি রঘুনাথগঞ্জ থানায় খবর দেয়। খবর পাওয়া মাত্রই রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহ গুলি হাসপাতালে পাঠায়।
এক পথচারীর মতে মৃত ব্যক্তিরা স্কুটিতে করে ওমরপুর থেকে আহিরনের দিকে যাচ্ছিল। আর পিছন থেকে প্রচন্ড গতিতে আসা একটি মাল বোঝাই করার ছোট লরি ধাক্কা মারে এবং পালিয়ে ওই লরি।
মৃতদের পরিচয় পাওয়া না গেলেও অনেকে তাঁর বাড়ির খোঁজ দেন সুতির মদনার গাবগাছি গ্রামে তাঁর বাড়ি। এইরকম দৃশ্য দেখে দেখতে আসা ছোট থেকে পৌঢ়দের চোখেও জল আসে বলে এক পথচারী জানান।
————————————–