সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ করিয়ে ইতিহাস গড়লেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান।
তরিকুল শেখ, জঙ্গিপুর,
গ্লোবাল নিউজ, শুক্রবার,
১লা মার্চ,২০২৪;
স্বাধীন ভারতে এই প্রথম আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান।
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা রঘুনাথগঞ্জ-২ ব্লকের অন্তর্গত চর পিরোজপুর ও চর বাজিতপুর গ্রামে আজকের দিনটি স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কারণ স্বাধীন ভারতের পর আজকের দিনে বিদ্যুৎ সংযোগ ঘটলো। অর্থাৎ যখন থেকে ভারত স্বাধীনতা লাভ করে তারপর থেকেই অন্ধকারে ছিল এই দুই গ্রাম। বাম কংগ্রেস জামানায় অর্থাৎ শাসনকালে এই দুই গ্রামের বাসিন্দারা রীতিমতো বিভিন্ন সরকারি অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগের কথা বলেন কিন্তু কিছুতেই কোন সূরাহা হয় নি। রাস্তাঘাট পানীয় জল মেরামত হলেও গ্রামবাসীদের মোক্ষ দাবি ছিল বৈদ্যুতিক সংযোগ যদিও নানা অফিস থেকে সৌর লাইটের ব্যবস্থা করা হলেও তেমনভাবে পরিষেবা পাওয়া যায় না বলে গ্রামবাসীরা জানান।
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার চর পিরোজপুর ও চর বাজিতপুর গ্রাম দুটি বন্যা কবলিত হওয়ার কারণে স্বাধীনতার কয়েক দশক কেটে গেলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল এই দুই গ্রাম। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এলাকাবাসীদের কথা ভেবে সোলার সিস্টেম স্থাপন করা হলেও ঠিকমতো পরিষেবা পেতো না গ্রামবাসীরা। এর আগেও অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা কিন্তু পেয়েছিল শুধুই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি।
রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মোঃ আখরুজ্জামান এলাকার কথা ভেবে গ্রামের কথা চিন্তা করে বিদ্যুৎ সংযোগ ঘটাতে সক্ষম হলেন আর তারই পাশাপাশি নববিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান।
বিধানসভার ভোটের সময় তিনি এই এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এই প্রতিশ্রুতি রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কয়েক কোটি টাকা খরচ করে শেষমেষ এলাকাবাসীদের এতদিনের স্বপ্ন পূরণ করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
এলাকাবাসীদের কাছে আজকের দিনটা যেন উৎসবের দিন হয়ে উঠেছে কারণ শিশু থেকে পৌর পর্যন্ত সবাই খুশিতে আত্মহারা হয়ে আজকের দিনটাকে উদযাপন করছে। অনেকের মতে আজকের দিন অর্থাৎ হইলাম আজ দিনটি এই দুই গ্রামের ইতিহাসে বর্ণিত থাকবে।