নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া,
গ্লোবাল নিউজ,
২৮ শে ফেব্রুয়ারী, বুধবার।
উলুবেড়িয়ার গভর্নমেন্ট নার্সিং কলেজে(SCCGMCH) অনুষ্ঠিত হল ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ এর অনুষ্ঠান
আজ (২৮/০২/২০২৩) অনুষ্ঠিত হল শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের অন্তর্ভুক্ত গভর্নমেন্ট নার্সিং কলেজের ‘ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ’ এর অনুষ্ঠান।এই অনুষ্ঠানটি প্রত্যেক নার্সিং কলেজের একটি বিশেষ অনুষ্ঠান।উলুবেড়িয়ার গভর্মেন্ট নার্সিং কলেজের এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল- প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের স্বাগত ভাষণ,স্মারক গ্রন্থ প্রকাশ,ছাত্রীদের ল্যাম্প লাইটিং এবং শপথ গ্রহণ এর অনুষ্ঠান,পুরস্কার বিতরণ,সংগীত,নৃত্য সহ অন্যান্য সাহিত্য ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম মাননীয়া রুমা রায় মহাশয়া, মাননীয় ডাঃ নির্মল মাজি মহাশয়,(চেয়ারম্যান, রোগী কল্যাণ সমিতি-SCCGMCH, আমতার বিধায়ক), মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মাননীয় প্রফেসর সনত কুমার ঘোষ মহাশয়,ডাঃ কিশলয় দত্ত(সিএমওএইচ, হাওড়া),এইচ.এম. রিয়াজুল হক(বিডিও, উলুবেড়িয়া -১) এবং শ্রীমতি নমিতা মন্ডল (প্রিন্সিপাল-এনটিএস, SCCGMCH) সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং কলেজর অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ।সবাইকে ধন্যবাদ জানিয়েছেন নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম মাননীয়া রুমা রায় মহাশয়া।
তথ্য প্রদান: জয়দেব বেরা,পূর্ব মেদিনীপুর।