SUCI এর সক্রিয়তা মানুষকে মুগ্ধ করলো
আলামিন সেখ, নদীয়া :
SUCI এমন একটি দল যাকে নানা ঘুরপাক দিতে আজ বিপন্নতায় ফেলে রেখেছে দেশের শাশন ব্যাবস্থা। কারন, এদের সৎ সাহস ও ভাবনা মানুষকে ভাবায় ও এই সংবিধানের রাষ্ট্রকে চিন্তিত করে আসছে বহু বছর ধরে। SUCI এর অনেক রকম নাস্তিক ভাবনা আমরা মানতে পারিনা, কারন আমরা প্রৃকৃতির রহস্যের অনেক সত্য মানি, কিন্তু তার কারনের কিনারা পাই না। এইসব ব্যাপার এই দলের অজানা বা অনেকটাই অজ্ঞ। কিন্তু দেশ নিয়ে এদের ভাবনা ও সততা, নিজেদের জীবন নিয়ে নির্লোভতা, এগুলি সারা রাজ্য তথা দেশকে ভাবিয়ে আসছে। বিশ্বাসে ও হিসেবে এদের অনেক ভুল বারবার আঘাত নিয়ে এসেছে ও সেই কারনে জনগনও অনেক ভেঙে পড়েছেন।
এগুলি আমরা মিলিয়ে দেখেছি বারবার নানা প্রান্তে প্রান্তরে গিয়ে।
এবার এখনকার খবরটি বলি, এখন নদীয়াতে সম্প্রতি ওদের এক শহীদ নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন হোলো।
নদীয়া জেলা পলাশীপাড়া বারুইপাড়া SU CI লোকাল কমিটির উদ্যোগে ২৯ শে মে CPI(M) আশ্রিত ঘাতক বাহিনীর হাতে নিহত বীর শহীদ কমরেড আব্দুল ওদুদের ২৫ তম স্মরণে সভা অনুষ্ঠিত হয় সম্পাদক বলেন —–
২৯ শে মে CPI(M) আশ্রিত ঘাতক বাহিনীর হাতে ১৯৯৮ সালের আজকের দিনে প্রকাশ্য দিবালকে SUCI(C) দলের নদীয়া জেলা কমিটির অন্যতম সদস্য ও এলাকার গরীব সাধারণ মানুষের হৃদয়ের মনি কমরেড আব্দুল ওদুদকে নৃশংস ভাবে হত্যা করে । আজ গভীর শ্রদ্ধার সঙ্গে বীর শহীদ কমরেড আব্দুল ওদুদের ২৫ তম স্মরণ দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হল ।
১৯৭৩-৭৪ সালে বারুইপাড়া গ্রামের একদল ছাত্র যুবক মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তায়, বিপ্লবের প্রতি প্রবল আকর্ষণ ও মার্কসবাদী দর্শণকে পাথেয় করে শুরু করলেন গ্রামের দিনমজুর, গরিব চাষি,ভাগচাষী, প্রান্তিক চাষীদের নিয়ে গড়ে তুললেন, গ্রামের ধনী সুদখোর মহাজনদের বিরোধ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম । এই সংগ্রামের ফলে গ্রামের সংস্কৃতিতে খেলাধুলায় যাত্রা নাটকে গানের মধ্য দিয়ে গ্রামের পরিবেশ আস্তে আস্তে পাল্টাতে শুরু করল । আর এই সব কিছুতেই নেতৃত্বকারী ভূমিকা পালন করেছেন কমরেড আব্দুল ওদুদ।
কমরেড আব্দুল ওদুদ এমন একজন মানুষ ছিলেন ব্যক্তিত্বে চরিত্রে সাহসের সংগ্রামে, উদারতায় সৌজন্যে, বলিষ্ঠ বাগ্মিতায়, মানুষের প্রতি অসীম ভালোবাসায়, জনপ্রিয়তায় তিনি ছিলেন এলাকায় সকলের শ্রদ্ধাভাজন, আর ঠিক এই কারণেই সিপিআই(এম) র বিধানে বাঁচার অধিকার হারিয়ে ছিলেন কমরেড আব্দুল ওদুদ।
স্মরণ সভার প্রধান বক্তা এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শংকর ঘোষ বলেন আগামী দিনে বিপ্লবী আন্দোলনে কমরেড ওদুদের জীবন সংগ্রাম ও শহীদের মৃত্যু বরণ অসংখ্য বিপ্লবীকে অনুপ্রাণিত করবে।।
সভায় সভাপতিত্ব করেন রহমতুল্লাহ।