নিজস্ব প্রতিনিধি, সুতি
গ্লোবাল নিউজ, কলকাতা
২৩শে জানুয়ারী, মঙ্গলবার।
বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সুতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন এক প্রকল্প সমস্যার সমাধান – জনসংযোগ। আর এই কর্মসূচি সারা রাজ্যব্যাপি চলছে এবং রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সুতি ১ ব্লকের বিডিও অরূপ সাহা তৎপরতায় সাদিকপুর এবং নুরপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামে গ্রামে সার্ভে করেন।
এছাড়াও বিডিও জানান যে নুরপুর, রমাকান্তপুর, সাদিকপুর গ্রামে বাড়ি বাড়ি সার্ভে করেন বিডিও অরূপ সাহা, জয়েন্ট বিডিও রামপ্রসাদ সাহা এবং অন্যান্য আধিকারিকরা।
বাড়ি বাড়ি ঘুরে লোকজনের সমস্যার কথা শুনে এবং বিভিন্ন সরকারের প্রকল্পে যাতে সুবিধা মানে পরিষেবা পাই তার প্রচার করেন এবং আবেদন পত্র সমস্যার সমাধান ক্যাম্পে জমা দিতে বলেন। বিডিও অরূপ সাহা আরো জানান যে লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী মানবিক বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ নানান সরকারি প্রকল্পের ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে জানালেন এবং এই সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিতদের সমস্যা সমাধান ক্যাম্পে জমা করতে বলেন।
প্রথমত বিডিও অরূপ সাহা, সাদিকপুর গ্রামে প্রবেশ করলে এলাকার মানুষজন খুব খুশি হয়। কারণ বাড়ির দুয়ারে বিডিও সহ অন্যান্য আধিকারিক গন এসে সকল সরকারি প্রকল্পের বিষয়ে জানাচ্ছে এবং বঞ্চিত থাকলে আবেদন করতে বলছেন। এছাড়াও বিডিও কে লক্ষ্য করা গেছে যে রাস্তায় রাস্তায় কথা বলছেন কখন বাড়ির দরজায় আঘাত করে লোকজনকে ডাকছেন আবার কখনো মহিলারা বিড়ি বাঁধছে এমন অবস্থাতেও তাদের কাছে গিয়ে সকল সরকারি প্রকল্পের বিষয়ে জানাচ্ছে। গ্রামের সকল স্তরের মানুষজন বিডিও সহ অন্যান্য সকল আধিকারিক কে ধন্যবাদ সহ সাধুবাদ জানিয়েছেন।