বিশেষ প্রতিনিধি, উলুবেড়িয়া,
গ্লোবাল নিউজ, কলকাতা,
২০শে জানুয়ারী,২০২৪, শনিবার।
বুথে বুথে জন সংযোগ ক্যাম্প পরিদর্শনে বিডিও এইচ এম রিয়াজুল হক.
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প সূচনা করলেন আর যার নাম দেওয়া হয় সমস্যা সমাধান ও জনসংযোগ প্রকল্প। আসলেই প্রকল্পটির দুয়ারে সরকার প্রকল্পের মতোই। পার্থক্যটা হলো শুধু জনসংযোগ করা মানে জনগণের কাছে গিয়ে অভাব অভিযোগ সোনা এবং অভিযোগের আবেদনের ভিত্তিতে সমস্যা সমাধান করা। আরো সহজে বললে বলা যায় যে বাড়ি বাড়ি গিয়ে অভিযোগগুলোকে নিষ্পত্তি করা।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হাওড়া জেলার সকল ব্লকের পাশাপাশি উলুবেরিয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক বুথে বুথে গিয়ে পরিদর্শন করিলেন। ভিডিও বলেন যে প্রত্যেক বুথে আমরা এই সমস্যার সমাধান বা জনসংযোগ ক্যাম্পিং করছি যাতে করে কোন ব্যক্তি সরকারের প্রকল্পে পরিষেবার আবেদন থেকে বঞ্চিত না হয়। সেই কারণে রীতিমতো বিডিও বুথে বুথে গিয়ে পরিদর্শন করছেন।
তিনি আরো জানান যে যারা এখনো পর্যন্ত সরকারের প্রকল্প পাওয়ার যোগ্য হওয়া সত্বেও বঞ্চিত আছেন বিশেষ করে এসে সব মানুষজনদের সরকারি প্রকল্পের আওতায় আনাজ হবে। আর এটাই হচ্ছে সমস্যার সমাধানের মুখ্য উদ্দেশ্য। এছাড়াও তিনি জানান যে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে মানুষের কাছ থেকে অভাব অভিযোগের কথা শুনবে। পাশাপাশি দুয়ারে সরকারের কোন অসুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে সরকারি সমস্ত পরিষেবা মানে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।