তৃনমূল নেতা বাইকে গুলিবিদ্ধ
আলামিন শেখ, নদীয়া :
আজও আমরা নানা রাজনিতির দ্বারা বিপন্ন হয়ে আছি। যদিও দেশকে স্বাধীন বলে দাবি করি, কিন্তু আমরা আছি কঠোর পরাধীনতায়।এইসব অনুভুতি আমাদের থাকলেও আমরা নীরব।
আর এইসব বিপন্নতা দেশ স্বাধীন হবার পর থেকে সহে আসছেন আমাদের গুরুজনেরা, এর এই ধারায় আমরা সকলেই বয়ে চলেছি। এইভাবে কি দেশ চলে?
তেহট্টে গুলিবিদ্ধ, তৃণমূল নেতা আজিজুল সেখ বাইকে করে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।
রাত ৯-টা নাগদ বাইকে করে বাড়ি ফিরছিল, সেই সময় এক দল দুষ্কৃতীরা লক্ষ্য গুলি চালায়, আজিজুল চিৎকার-চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে তেহট্টে মহকুমার হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে।
তাকে কী উদ্দেশ্যে গুলি করল, কারা করল, কেন আবার গুলি করল, সেই বিষয়ে স্পষ্ট নয়। জানা যাচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ।