স্পেশাল করেসপন্ডেন্ট,
Global Newz, Kolkata,
২৯’ ডিসেম্বর, শুক্রবার।
বিডিও প্রচেষ্টায় ঘাট পার হাট কর্মসূচি।
হাওড়া জেলার উলুবেড়িয়া -১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হকের এক অভিনব উদ্যোগ গ্রহণ।
ঘাট পর হাট অর্থাৎ ঘাটের উপর হাট বা ঘাটের পাড়ে হাট কর্মসূচির মাধ্যমে গঙ্গা দূষণ প্রতিরোধ ও স্বচ্ছ গঙ্গা বজায় রাখার লক্ষ্যেই জনগণকে সচেতন বার্তা দিতে উদ্যোগী হন বিডিও রিয়াজুল হক।
জানা যায় যে হাওড়া জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং উলুবেরিয়া-১ ব্লক প্রশাসনের তৎপরতায় ও ব্যবস্থাপনায় ঘাট পার হাট অর্থাৎ ঘাটের পাড়ে হাট কর্মসূচিটি সফভাবেই অনুষ্ঠিত হলো। ২৯ শে ডিসেম্বর শুক্রবার উলুবেড়িয়ার পূর্ব কালিনগর গঙ্গা ঘাটে এই হাটের আয়োজন হয় বলে ব্লক প্রশাসন সূত্রে জানা যায়। এই হাটে সব প্রকারের স্টল লক্ষ্য করা যায় যেমন স্বনির্ভর গোষ্ঠীর হস্ত সরঞ্জাম অর্থাৎ হাত দিয়ে তৈরি সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল এবং শিশুদের পুতুল নাচ সহ অন্যান্য বিনোদনের, মাধ্যমে নদীর তীরবর্তী ও প্রায় তীরবর্তী এলাকার মানুষ-জনদের বিশেষ সচেতন করার জন্যই ঘাটের পাড়ে হাট কর্মসূচি গ্রহণ করেন বলে বিডিও রিয়াজুল হক জানান।
পাশাপাশি তিনি জানান যে, ক্লিন গঙ্গা পিউরিফাই গঙ্গা অর্থাৎ এই গঙ্গাকে পরিষ্কার ও পবিত্র রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। সুতরাং সকলকেই আজকে থেকেই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে কোন নোংরা আবর্জনা সহ নিত্য ব্যবহারের অবশিষ্ট আর কিন্তু গঙ্গায় ফেলা যাবে না। তাছাড়া কোনও বর্জ্য পদার্থ ও প্লাস্টিকের জিনিসপত্র ও গঙ্গায় ফেলা যাবে না।
বিডিও রিয়াজুল হক আরো জানান যে, এই এলাকার পাশ দিয়েই দামোদর ও হুগলি নদী প্রবাহিত হয়েছে যেই দামোদর নদী খুব দূষিত হয়ে পড়েছে, বিভিন্ন বর্জ্য পদার্থ ও প্লাস্টিক দ্রব্যের কারণে, ফলে গঙ্গা দূষণ রুখতে আমাদের আজকের এই ছোট্ট একটা উদ্যোগ নেওয়া হল।
এই দিনের কর্মসূচিতে বিডিও রিয়াজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন , জেলা আধিকারিক উজ্জ্বল কুমার বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা, মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মফিজুল , কালিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ দেরাসাদ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।