Special Correspondent,
Global Newz, Kolkata,
Monday,4thDec’2023
ভারতমাতার বীর, সাহসী পুত্র ক্ষুদিরাম বসুর ( ৩ ডিসেম্বর ১৮৮৯, মেদিনীপুর জেলা — ১১ আগষ্ট ১৯০৮, ফাঁসি, মুজফফরপুর) জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি–
বীর সন্তান ক্ষুদিরাম
—————————–
নীতা কবি মুখার্জী ( পশ্চিমবঙ্গ, ভারত)
ভারত-মাতার বীর সন্তান আমাদের প্রিয় বীর ক্ষুদিরাম
মায়ের শৃঙ্খল মোচন করতে ফাঁসির দড়িতে সঁপেছো প্রাণ।
তোমারই মন্ত্র স্মরণ করেই লক্ষ সন্তান হলো আগুয়ান,
ধন্য করেছো ভারত-মাটিকে, আজ গাই শুধু তোমারই তো গান।
বন্দে মাতরম্ পূণ্য মন্ত্র দিকে দিকে আজ তোলে আওয়াজ,
আয় রে যত মায়ের ছেলেরা দল বেঁধে কর দেশের কাজ।
ইংরেজ, তুমি ভারত ছাড়ো — বলতে শেখালো যে ছেলে,
এতটা ধৈর্য্য, এতটা সাহস, বলো বীর, তুমি কোথা পেলে?
বাঙালীর মান, দীপ্তি, গর্ব আমাদের ছেলে বীর ক্ষুদিরাম!
বাঙালী-হৃদয়ে চির ভাস্বর, চির উজ্জ্বল তোমার নাম।
মায়ের সম্মান রক্ষা করতে করলে তুমি দেশের কাজ,
দেখ্ রে ভীরু! ধর্মান্ধরা! মাতৃভক্তি শিখে নে আজ।
তোমার দর্প বীর পদক্ষেপে মেরুদণ্ডহীনে সাহস দাও,
উজ্জীবিত করো মাতৃমন্ত্রে, অনাচার থেকে দেশ বাঁচাও।
বিপন্ন আজ ভারত-ভূমি , বিপন্ন আজ মায়ের মান!
আবার এসো, হে বীর তুমি, রক্ষা করো দেশের নাম।
ABOUT THE AUTHOR:-
নীতা কবি মুখার্জী ( Nita Kabi Mukharjee, a poetess, West Bengal, India) , পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া নামক স্থানের স্থায়ী বাসিন্দা –একজন কবি এবং বাচিক শিল্পী। প্রাক্তন শিক্ষিকা (ইংলিশ মিডিয়াম, প্রাইভেট, জুনিয়র)। স্বামী ভবেশ কবি একজন প্রাক্তন ব্যাঙ্ক কর্মী। লেখালেখির সাথে সাথে আবৃত্তি, গান। তবে লেখালিখি আসল। কলকাতা, দুর্গাপুর, আসানসোলের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেন। আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি, ভাদু, ঝুমুর গান লিখি, সুর দেওয়া এবং গেয়ে থাকেন।
প্রকাশিত একক কাব্যগ্ৰন্থ–বাগদেবীর আরাধনায়, প্রয়াশ, শান্তির পথে। পশ্চিমবঙ্গের কলকাতা এবং বিভিন্ন জেলার পত্রপত্রিকায় কবিতা নিয়মিত প্রকাশ হয়। আসাম, বাংলাদেশ, বর্ধমান, কলকাতার দৈনিক সংবাদ পত্রেও কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়। ২০২৩ সালে
৫ নভেম্বর আসামের করিমগঞ্জের বিশ্বমানবধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন।।